1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় ৩০০'র বেশি শ্রমিককে অপহরণ করল আইএস

৮ এপ্রিল ২০১৬

সিরিয়ায় তিনশ'র বেশি কারখানা শ্রমিক নিখোঁজ৷ ইসলামিক স্টেট তাদের অপহরণ করেছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ যুক্তরাষ্ট্রের এক জেনারেল বলেছেন, লিবিয়ায় আইএস যোদ্ধা দ্বিগুন হয়েছে৷ জার্মানি ও ডেনমার্কে গ্রেপ্তার হয়েছে ৬ আইএস ‘জঙ্গি'৷

https://p.dw.com/p/1IRmi
Propagandabild IS-Kämpfer ARCHIV
ছবি: picture-alliance/abaca/Yaghobzadeh Rafael

সিরিয়া, লিবিয়া, জার্মানি, ডেনমার্ক ও ক্যানাডার সংবাদমাধ্যমে তথাকথিত ইসলামি জঙ্গি সংগঠন আইএস-কে নিয়ে পাঁচটি খবর এসেছে৷ সবচেয়ে বড় খবর, লিবিয়ার ডুনমেইরের একটি সিমেন্ট কারখানার তিনশ'রও বেশি শ্রমিকের একসঙ্গে নিখোঁজ হয়ে যাওয়া৷ বৃহস্পতিবার থেকে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টায় ব্যর্থ হয়ে কারখানা কর্তৃপক্ষ বিষয়টি সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে জানায়৷ আশঙ্কা করা হচ্ছে, সিমেন্ট কারখানাটির এই শ্রমিকদের হয়ত আইএস অপহরণ করেছে৷

গত কয়েকমাস ধরে সিরিয়ায় বেশ কোণঠাসা অবস্থায় রয়েছে আইএস৷ মার্চের শেষদিকে পালমিরা নগর থেকে আইএস-কে হঠিয়ে দেয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী৷

জার্মানির মিউনিখে আইএস জঙ্গি সন্দেহে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ বৃহস্পতিবার শহরের ফ্যুরস্টেনফেল্ডব্রুক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়৷ গ্রেপ্তারকৃতদের একজন নাইজেরীয় এবং অন্যজন ইরাকি৷ মিউনিখে তারা বড় রকমের সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিলেন বলে পুলিশের আশঙ্কা৷

ওদিকে ডেনমার্কের পুলিশও আইএস জঙ্গি সন্দেহে চারজনকে আটক করেছে৷ রাজধানী কোপেনহেগেনের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়৷ পুলিশ এক বিবৃতিতে জানায়, ওই চারজন সে দেশের সন্ত্রাস দমন আইন লঙ্ঘনের প্রস্তুতি নিচ্ছিলেন- এই সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়েছে৷ গ্রেপ্তার অভিযানে কিছু অস্ত্রও উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ৷

ক্যানাডাতে ১৬ বছর বয়সি এক কিশোরের আইএস-এ যোগ দেয়ার চেষ্টার অভিযোগে দু বছরের কারাদণ্ড হয়েছে৷ কথিত এ কিশোরকে তার বাবার অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করে পুলিশ৷ ছেলের কাছে একটি ব্যাগে মুখোশ, ছুরিসহ বেশ কিছু সন্দেহজনক জিনিস দেখে বিষয়টি তিনি পুলিশকে জানান৷ কিশোরটি জানিয়েছে, সে একটি দোকানে ডাকাতি করতে চেয়েছিল৷ তবে ডাকাতির টাকা আইএস-কে দেয়া বা আইএস-এ যোগ দেয়ার পরিকল্পনার অভিযোগ সে অস্বীকার করেছে৷

লিবিয়ায় গত এক বছরে আইএস যোদ্ধার সংখ্যা দ্বিগুন হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তা জেনারেল ডেভিড রডরিগুয়েজ৷ বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে তিনি জানান, গত এক বছরে লিবিয়ায় আইএস যোদ্ধার সংখ্যা ৬ হাজার-এ পৌঁছেছে৷

এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান