1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিডি’র জনক ওহগা পরলোকে

২৪ এপ্রিল ২০১১

সোনি’র প্রাক্তন প্রেসিডেন্ট নোরিও ওহগা কমপ্যাক্ট ডিস্ক ফরম্যাটের বিকাশ ঘটিয়ে সঙ্গীত শিল্পকেই পাল্টে দেন৷ এবং সেই সঙ্গে সোনি’র এক আশ্চর্য বিবর্তন ঘটান৷

https://p.dw.com/p/1136o
সঙ্গীত জগতে বিপ্লব এনে দিয়েছিল সিডিছবি: Bilderbox

শনিবার ৮১ বছর বয়সে মারা গেলেন ‘ওহগা-সান'৷ একটি সঙ্গীত বিশ্ববিদ্যালয়ের স্নাতক ওহগা ১৯৮২ থেকে ১৯৯৫ সাল অবধি সোনি'র প্রেসিডেন্ট ছিলেন৷ ঐ সময়ে তিনি ইলেকট্রনিক ভোগ্যপণ্যের উৎপাদক সংস্থাটিকে মনোরঞ্জন জগতের এক সাম্রাজ্যে পরিণত করেন৷ সঙ্গীত, চলচ্চিত্র এবং কমপ্যুটার গেমস যুক্ত হয় সোনির পণ্যের তালিকায়৷ অন্যান্য জাপানি কোম্পানিরাও কিন্তু ঐ পথে যাবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে৷

Musik Plattenspieler mit Schallplatte
এক সময় এলপি ছিল গান শোনার সবচেয়ে ভালো মাধ্যমছবি: Fotolia/Kaarsten

পুরনো ভিনাইল এলপি'কে এক ধাক্কায় উড়িয়ে দিয়েছিল সিডি বা কমপ্যাক্ট ডিস্ক৷ কিন্তু ওহগা ব্যবসা-বাণিজ্যের অন্য দিকটাও বুঝতেন: ১৯৬৮ সালে মার্কিন মুলুকের সিবিএস কর্পোরেশনের সঙ্গে সোনি'র আলাপ-আলোচনা চালান এই নোরিও ওহগা - যা থেকে সৃষ্টি হয় সিবিএস/সোনি রেকর্ডস, আজ যার নাম সোনি মিউজিক এন্টারটেইনমেন্ট৷ ১৯৮৯ সালে কলাম্বিয়া পিকচার্স'কে কেনার সিদ্ধান্তও তাঁর৷ এমনকি সোনির প্লে-স্টেশন গেম কনসোলকেও প্রোমোট করেছেন তিনি৷

সোনি সিডি ফরম্যাটটি বাজারে আনে ১৯৮২ সালে, রয়্যাল ফিলিপস ইলেকট্রনিক্সের সঙ্গে সহযোগিতায়৷ ওহগা নিজে ছিলেন ক্ল্যাসিক্যাল গায়ক৷ কাজেই তিনি চেয়েছিলেন ১২ সেন্টিমিটারের ঐ ফরম্যাট, যা'তে অমর জার্মান সুরস্রষ্টা লুডভিশ ফ্যান বেটোফেনের নবম সিমফনির গোটা ৭৫ মিনিটের রেকর্ডিং'টাই শোনা যাবে৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: রিয়াজুল ইসলাম