1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাহায্য করার উপায়

নুরুননাহার সাত্তার১০ নভেম্বর ২০১৩

‘দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না' – এই প্রবাদের সাথে আমরা সবাই পরিচিত৷ শক্ত আর মজবুত দাঁত ছাড়া কি মজার মজার খাবার খাওয়া সম্ভব? ভুবন ভোলানো সুন্দর হাসির জন্যও তো চাই সুন্দর দাঁত৷ তবে সুস্থ দাঁত বা মাড়ির জন্য চাই যত্ন৷

https://p.dw.com/p/1AEQr
ildnummer: 58218967 Datum: 01.01.2012 Copyright: imago/Peter Widmann Frau putzt ihre Zähne mit einer Interdentalbürste Woman cleans her teeth with an interdental brush adult, bristle, brush, care, cavity, clean, closeup, cure, dental, dentist, dentistry, detail, disease, floss, girl, gum, health, healthy, hygiene, inter, interdental, isolated, macro, medical, medicine, mouth, oral, plaque, prevention, smile, tool, tooth, treatment, white, woman Young woman cleaning her teeth with interdental brush Model Released Symbol 09 xmk x0x !AUFNAHMEDATUM GESCHÄTZT! quer frau mundhygiene interdentalbürstchen zahnzwischenräume close-up mund zähne zwischenräume interdental bürste reinigen pflege hygiene zusatzpflege zahnpflege zahnreinigung reinigung körperpflege bürstchen interdentalbürste zahnzwischenraumbürste interdentalraum interdentium sorgfalt bedacht umsicht vorsorge prophylaxe säubern 58218967 Date 01 01 2012 Copyright Imago Peter Widmann Woman chops theirs Teeth with a Inter-dental brush Woman Cleans her Teeth With to Inter Dental Brush Adult Bristle Brush Care cavity Clean closeup Cure Dental Dentist Dentistry Detail Disease Raft Girl GUM Health Healthy Hygiene Inter Inter Dental isolated Macro Medical Medicine Mouth oral Plaque Prevention Smile Tool Tooth Treatment White Woman Young Woman Cleaning her Teeth With Inter Dental Brush Model released symbol 09 xmk x0x date estimated horizontal Woman Oral hygiene Dental spaces Close up Mouth Teeth Between rooms Inter Dental Brush clean Care Hygiene Dental care Dental cleaning Cleaning Body care Brush Inter-dental brush Tooth brush space Interdentium Care consideration Circumspection Provision Prophylaxis clean
ছবি: imago/Peter Widmann

দাঁতের যত্ন না নিলে দেখা দিতে পারে দাঁতের নানা সমস্যা৷ দাঁত এবং দাঁতের মাড়িতে সমস্যার কারণে সৃষ্ট ভাইরাস মুখের ভেতর ইনফেকশনের জন্ম দেয়, যা মুখের ভেতরের ক্যানসারের জন্য অনেকটাই দায়ী৷ অ্যামেরিকার টেক্সাস বিশ্ববিদ্যালয়ের ক্যানসার প্রতিরোধ বিষয়ে গবেষণারত এক বিশেষজ্ঞের প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে৷

The child portrait, Foto: Fotolia/Alex_Mac, 23272025
দাঁতের যত্ন না নিলে দেখা দিতে পারে দাঁতের নানা সমস্যাছবি: Fotolia/Alex_Mac

বিষয়টার গুরুত্ব বুঝতে পেরেছেন অ্যামেরিকার একটি মেডিকেল কলেজের ১০ জন শিক্ষার্থী৷ তাই তাঁরা ভিয়েতনামের হ্যানয় শহরের একটি স্কুলের বাচ্চাদের দাঁত ও মাড়ি সুরক্ষায় এগিয়ে এসেছেন৷ স্কুলের বাচ্চাদের দেখিয়েছেন কিভাবে সঠিক উপায়ে দাঁত ব্রাশ করতে হয়, দাঁতের মাড়ি ও জিভ পরিষ্কার করে সুস্থ-সুন্দর জীবনযাপন করা যায়৷

যদি বাচ্চাদের যথাসময়ে এসব বিষয়ে সচেতন করা যায়, তাহলে স্বাভাবিকভাবেই তার ফলাফল ভালো হয়৷ জার্মানির শিক্ষা মন্ত্রণালয় মারবুর্গ শহরের স্কুল বাচ্চাদের নিয়ে একটি সমীক্ষা চালিয়েছিল, যার ফলাফলে এমনটাই বেরিয়ে এসেছে৷ মারবুর্গের স্কুলের বাচ্চাদের সঠিকভাবে দাঁত ব্রাশ করা শেখানোর ফলে পরবর্তীতে তাদের মধ্যে দাঁতের ক্ষত অর্ধেকে কমিয়ে আনা সম্ভব হয়েছে৷

নিয়ম করে করলে সবকিছুই অনেক সহজ হয়ে যায়৷ যেমন প্রতিদিন সকাল ও রাতে খাবার পর দু'মিনিট করে দাঁত ব্রাশ করলে এবং দাঁতের ফাঁকে জমে থাকা খাবার বিশেষ ব্রাশের মাধ্যমে পরিষ্কার করলে, সুন্দর হাসিটি উবে যাবে না কখনই!

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য