1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সামরিক শাসনামলের আদেশ ২০১২ সালের পর বাতিল হয়ে যাবে

১১ মে ২০১১

বাংলাদেশের সামরিক শাসনামল ক্রান্তিকাল হিসেবে বিবেচিত হবেনা৷ আজ ৫ম সংশোধনী নিয়ে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের রায়ে একথা বলা হয়েছে৷

https://p.dw.com/p/11Dbk
ছবি: DW/Harun Ur Rashid Swapan

সংবিধানের ৫ম সংশোধনী বাতিল হওয়ার পরও ক্রান্তিকালীন সময়ের ব্যাখ্যা নিয়ে অস্পষ্টতা ছিল৷ আর সামরিক শাসকদের মার্জনার বিধান ছিল৷ কিন্তু বিষয়গুলো পুনর্বিবেচনার আবেদন করা হলে আজ বিচারপতি মোজাম্মেল হকের নেতৃত্বে আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ তাদের রায় ও পর্যবেক্ষণ তুলে ধরেছেন৷ আদালত বলেছেন, ক্রান্তিকাল বলতে ১৯৭১ সালের ২৬শে মার্চ থেকে ১৯৭২ সালে বাংলাদেশের নতুন সংবিধান কার্যকর হওয়ার দিন পর্যন্ত বোঝাবে৷ কোন সামরিক শাসনের সময়কালকে ক্রান্তিকাল বিবেচনা করা হবেনা৷ আর সামরিক শাসনামলের আদেশ, বিধান বা ফরমান ২০১২ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে, তারপর আর নয়৷ আর সামরিক শাসনামলে বিচারকদের নিয়োগের ব্যাপারে কোন সিদ্ধান্ত নিতে হলে সুপ্রিমকোর্টের পরামর্শ নিতে কবে৷ সামরিক শাসকদের মার্জনা করা হবে কিনা সে সিদ্ধান্ত নেবে জাতীয় সংসদ৷ রায়ের পর এসব বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম৷

অ্যাটর্নি জেনারেল বলেন, এই রায় গণতন্ত্রের রক্ষাকবচ হিসেবে কাজ করবে৷ ভবিষ্যতে কোন ব্যক্তি আর অবৈধভাবে ক্ষমতা দখল করতে পারবেনা বা সাহস পাবেনা৷

ঢাকার মুন সিনেমা হলের মালিকানা নিয়ে এক মামলার কারণে ২০০৫ সালের ২৯শে আগষ্ট হাইকোর্ট ৫ম সংশোধনী বাতিল করে রায় দেন৷ পরে আপিল বিভাগ কিছু পরিমার্জন করে গত বছরের ২রা ফ্রেব্রুয়ারি আপিল বিভাগ রায় দেয়৷ সেই রায়ের কিছু অংশের পুনর্বিবেচনা সংক্রান্ত আবেদনের রায় দিলেন আজ সুপ্রিম কোর্ট৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক