1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোমান হ্যার্ৎসোগ পরলোকে

১০ জানুয়ারি ২০১৭

১৯৯৪ থেকে ১৯৯৯ সাল অবধি জার্মানির প্রেসিডেন্ট ছিলেন রোমান হ্যার্ৎসোগ৷ ৮২ বছর বয়সে পরলোকগমন করলেন তিনি৷

https://p.dw.com/p/2VYqk
রোমান হ্যার্ৎসোগ
ছবি: picture-alliance/dpa/D. Naupold

জার্মানির পুনর্মিলনের পর প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন রোমান হ্যার্ৎসোগ৷ সেই নির্বাচন খুব সহজ হয়নি৷ ফেডারাল অ্যাসেম্বলিতে তৃতীয়বারের ভোটে জার্মানির প্রধানত আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান পদে নির্বাচিত হন রোমান হ্যার্ৎসোগ৷ এছাড়া তিনি শাসক খ্রিষ্টীয় গণতন্ত্রী দলের প্রথম বাছাই ছিলেন না৷ সিডিইউ দল চেয়েছিল স্যাক্সনি রাজ্যের আইনমন্ত্রী স্টেফেন হাইটমানকে প্রেসিডেন্ট করতে; কিন্তু হাইটমান হলোকস্টে জার্মানির ভূমিকা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার পর দ্বিতীয় বাছাই হিসেবে হ্যার্ৎসোগের নাম আসে৷

নির্বাচনের পরেই হ্যার্ৎসোগ তাঁর বিরোধীদের উদ্দেশ্যে বলেন: ‘‘আমি এমনভাবে এই প্রশাসনকে নেতৃত্ব দেবার চেষ্টা করব যে, আপনারা আমাকে ভোট না দেওয়ার জন্য দুঃখবোধ করবেন৷''

১৯৯৪ সালে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন
১৯৯৪ সালে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হনছবি: picture alliance/dpa/P. Grimm

ন্যায় ও আইনের শাসন

হ্যার্ৎসোগের জন্ম ১৯৩৪ সালে, বাভেরিয়ার লান্ডসহুট শহরে৷ প্রথমে তিনি অধ্যাপনার দিকে যান৷ সিডিইউ দলে যোগদান করেন ১৯৭০ সালে, তার তিন বছর পর থেকেই তিনি রাজনীতিতে সক্রিয়৷ পরে তাঁকে জার্মানির সাংবিধানিক আদালতের বিচারক নির্বাচন করা হয়৷ ১৯৮৩ থেকে ১৯৮৭ সাল অবধি তিনি এই আদালতের বিচারক ছিলেন৷ ১৯৮৭ থেকে ১৯৯৪ সাল অবধি আদালতের প্যানেলে মুখ্য বিচারকও ছিলেন৷ ১৯৯৪ সালে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন৷

হ্যার্ৎসোগের সম্পূর্ণ রাজনৈতিক জীবনের মূলমন্ত্র ছিল আইনের শাসন ও ন্যায়বিচার, যে কারণে তিনি জার্মানি ও বহির্বিশ্বে সকলের সম্মান কুড়িয়েছেন৷

জার্মানির অপরাধ মেনে নেওয়া

রোমান হ্যার্ৎসোগ বহির্বিশ্বে সম্মান ও স্বীকৃতি পেয়েছেন আরো একটি কারণে: ১৯৯৪ সালেই তিনি ওয়ারশ অভ্যুত্থানের ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে নাৎসি জার্মানির বিভিন্ন যুদ্ধাপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করেন৷

সেই হ্যার্ৎসোগই ১৯৯৯ সালে প্রেসিডেন্ট পদ থেকে বিদায় নেওয়ার সময় বলেন, ‘‘আমি একটি পদ থেকে বিদায় নিচ্ছি, জীবন থেকে অবসর নিচ্ছি না৷''

এসি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য