1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাফ প্রমীলা ফুটবল চ্যাম্পিয়নশীপের ফাইনাল আজ

২৩ ডিসেম্বর ২০১০

সাফ প্রমীলা ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ আজ৷ আর তাতে কক্সবাজার স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত ও নেপাল৷

https://p.dw.com/p/zod2
ছবি: picture alliance / dpa

এর আগে সেমিফাইনালে ভারত হারিয়েছিল পাকিস্তানকে, আর নেপাল হারিয়েছিলো স্বাগতিক বাংলাদেশকে৷ দক্ষিণ এশিয়ার প্রমীলা ফুটবলের শ্রেষ্ঠত্বের এই প্রথম লড়াইয়ে শিরোপা পেতে মরিয়া দুই দলই৷ তবে একই সঙ্গে প্রতিপক্ষকে নিয়েও বেশ সতর্ক রয়েছে তারা৷ তবে এর আগে দুই দলের সাক্ষাতের ফলাফল কিন্তু ভারতের অনুকূলেই৷ চলতি বছরেই এস এ গেমসের ফাইনালে উঠেছিল এই দুই দলই৷ সেই ম্যাচে নেপালকে ৩-১ গোলে হারিয়েছিল ভারতীয় মহিলা ফুটবলাররা৷ তবে এবার সেই পরাজয়ের শোধ নিতে যে প্রতিজ্ঞাবদ্ধ হিমালয় কন্যারা তা বলাই যায়৷

দুই দলেই রয়েছে বেশ ভালো খেলোয়াড়৷ এর মধ্যে ভারতের সাস্মিতা মালিক ও বালা দেবি বেশ নজর কেড়েছেন৷ অন্যদিকে নেপালের যমুনা ও অনু লামাও বেশ ভালো খেলছেন৷ ভারতের কোচ শহীদ জব্বার জানালেন, তারা ফাইনালে নেপালকে সমীহ করেই মাঠে নামবেন৷ অন্যদিকে নেপালের কোচ ধ্রুব বাহাদুর জানালেন, ভারত এগিয়ে থাকলেও তাঁর দলের মেয়েরা নিজেদের উজাড় করে দিয়ে খেলবে৷ এজন্য দলের খেলোয়াড়রা সমুদ্র সৈকতেও অনুশীলন করেছে বলে তিনি জানিয়েছেন৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক