1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাকা চৌধুরী ৫ দিনের রিমান্ডে

১৭ ডিসেম্বর ২০১০

জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের পুলিশ রিমান্ডে নেয়া হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরী ওরফে সাকা চৌধুরীকে৷ হরতালের সময় গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগের পরিকল্পনা এবং উস্কানির অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে৷

https://p.dw.com/p/Qdzw
সাকা চৌধুরীছবি: Harun Ur Rashid

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু জানান, হরতালের সময় পেট্রোল বোমা মেরে গাড়িতে আগুন দেয়ায় রমনা এলাকায় একজন বাস যাত্রী নিহত হন৷ এই বিষয়ে আরো তথ্য জানা যাবে সালাউদ্দিন কাদের চৌধুরীর কাছ থেকে৷ এছাড়া হরতালে নাশকতার পরিকল্পনার ব্যাপারেও বিস্তারিত তথ্যের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে৷

তবে সাকা চৌধুরীর আইনজীবী দাবি করেন তাঁকে কোনো সুনির্দষ্ট মামলা ছাড়াই রাজনৈতিক কারণে গ্রেফতার করা হয়েছে৷ আর বিচারক কিছু না শুনেই ৫ দিনের রিমান্ডে দিয়েছেন৷

বৃহষ্পতিবার আদালতে হাজির করার সময় সালাউদ্দিন কাদের চৌধুরীর সমর্থকরা হট্টগোল করলে সেখান থেকে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ৷ সাকা চৌধুরীর বিচারের দাবিতেও আদালত পাড়ায় মিছিল হয়৷

বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন এক সংবাদ সম্মেলনে সালাউদ্দিন কাদের চৌধুরীকে নির্যাতনের অভিযোগ করছেন৷ তাঁর স্ত্রী ফারহাত চৌধুরীও একই অভিযোগ করেন৷ তবে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্বিবিদ্যালয় হাসাপতালের পরিচালক ডা. সালাউদ্দিন আহমেদ তার স্বাস্থ্য পরীক্ষার পর জানান, তাঁকে মারধোর বা নির্যাতনের কোন আলামত পাওয়া যায়নি৷ তিনি সুস্থ আছেন৷

সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেফতারের প্রতিবাদে রোববার চট্টগ্রামে আধাবেলা হরতাল ডেকেছে বিএনপি৷ ওইদিন ঢাকায় যুদ্ধাপরাধ ট্রাইবুন্যালে তাঁকে যুদ্ধাপরাধ মামলায় গ্রেফতারের আবেদনের ওপর শুনানি হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক