1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাইলেন্ট নাইট, হলি নাইট : বড়দিনের জনপ্রিয়তম গান

২৪ ডিসেম্বর ২০১০

সাইলেন্ট নাইট, হলি নাইট - এই গানটি ক্রিসমাসের সময় বিশ্বের নানা দেশে অসংখ্যবার গীত হয়ে থাকে৷ জনপ্রিয়তম এই গানটির একটা ইতিহাস রয়েছে৷ তবে সে ইতিহাস লুকিয়ে আছে অস্ট্রিয়ায়৷

https://p.dw.com/p/zpDP
জনপ্রিয় ক্রিসমাস গান ‘সাইলেন্ট নাইট, হলি নাইট...’ছবি: AP

সাইলেন্ট নাইট, হলি নাইট গানটির অতীত ইতিহাসের জন্য আমাদের চলে যেতে হবে অস্ট্রিয়ার মোৎসার্ট নগরী সাল্জবুর্গের অদূরেওবার্ণডর্ফ নামক একটি ছোট্ট গ্রামে৷ গানটি রচনা করেন স্থানীয় যাজক ফাদার ইয়োজেফ মোর৷ এর মূল জার্মান শিরোনাম হল স্টিলে নাখ্ট, হাইলিগে নাখ্ট৷

মোর রচিত এই গীতিকবিতায় সুরারোপ করেন স্কুল শিক্ষক ফ্রানৎস জাভ্যার গ্রুবার৷ গানটি প্রথম গাওয়া হয় অস্ট্রিয়ার সাল্জবুর্গ এর ওবার্ণডর্ফ গ্রামের সেন্ট নিকোলাস চার্চে ১৮১৮ সালের ২৪ ডিসেম্বর ক্রিসমাস ইভ'এর প্রার্থনার সময়৷ গানের একটি ইতিহাস এরকম - সেন্ট নিকোলাস চার্চের অর্গানটি ভেঙে যায় এবং দ্রুত একটি নতুন গান লেখা হয় অন্য একটি বাদ্য যন্ত্রে বাজানোর জন্য৷ অন্য একটি ইতিহাস হল - মোর লিখতে চেয়েছিলেন আর একটি গান তাঁর গিটারে বাজানোর জন্য৷

Stille-Nacht-Kapelle
জার্মান ভাষায় রচিত গানটি অনুবাদ করেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা'র বিশপ জন ফ্রিম্যান ইয়াংছবি: picture-alliance/dpa

জার্মান ভাষায় রচিত গানটি ইংরেজিতে অনুবাদ করেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা'র বিশপ জন ফ্রিম্যান ইয়াং এবং এটি দ্রুত জনপ্রিয় ক্রিসমাস গানে পরিণত হয়৷ ১৮১৮ সালের ক্রিসমাস ইভে প্রথম গীত হওয়ার পর থেকে সাইলেন্ট নাইট গানখানি ৪৪টি ভাষায় অনুদিত হয়েছে এবং এটি এখনও বিশ্বের জনপ্রিয়তম বড়দিনের গান৷

বিগত কয়েক দশকে মাঝে মাঝেই নানা আঙ্গিকের শিল্পীরা তাঁদের কন্ঠে এই চিরায়ত গানটি রেকর্ড করেছেন৷ এঁদের মধ্যে রয়েছেন দি টেম্পটেশন গোষ্ঠী, মাহালিয়া জ্যাকসন ও এলভিস প্রেস্লি এবং আরও অনেকে৷

প্রতিবেদন: আবদুস সাত্তার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক