1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাংহাই-এ বিশ্ব মেলার উদ্বোধন

৩০ এপ্রিল ২০১০

সাংহাই-এ হাংপু নদী তীরে পাঁচ বর্গ কিলোমিটার এলাকায় প্রায় ২শটি দেশ এবং ৫০টি সংস্থা তাদের প্যাভিলিয়ন নির্মাণ করেছে৷ শহুরে জীবন যাত্রার চ্যালেঞ্জ, বেটার সিটি, বেটার লাইফ' থিমের মাধ্যমে তুলে ধরছে সাংহাই ওয়ার্ল্ড এক্সপো ২০১০৷

https://p.dw.com/p/NBAh
রাতের ওয়ার্ল্ড এক্সপোছবি: picture-alliance/Newscom

চীনের সাংহাই-এ বিশ্ব মেলার উদ্বোধন হতে যাচ্ছে শুক্রবার৷ জার্মানি সহ বিশ্বের ১৮৯টি দেশ নানা উপচারে ওয়ার্ল্ড এক্সপোতে নিজ নিজ দেশকে তুলে ধরছে৷ সাংহাই ওয়ার্ল্ড এক্সপো হতে যাচ্ছে সবচেয়ে বড় বিশ্ব মেলা৷ এই বিশ্ব মেলার উদ্বোধনের মধ্যে দিয়ে উন্মোচিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সংস্কৃতি ও প্রযুক্তির দরোজা৷

সাংহাইয়ের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় মেলার উদ্বোধন হচ্ছে৷ ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সার্কোজি সহ বিশ্বের ২০টি দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানরা বিশ্ব মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিচ্ছেন৷ ঠিক রাত আটটার পরেই শুরু হবে কনসার্ট ও ইনডোর প্রদর্শনী৷ রাত নয়টার অল্প আগে চীনের প্রেসিডেন্ট হু জিনতাও আনুষ্ঠানিকভাবে ওয়ার্ল্ড এক্সপো ২০১০-এর উদ্বোধন করবেন৷ সর্বসাধারনের জন্যে মেলা উন্মুক্ত করা হবে শনিবার থেকে৷

Superteaser NO FLASH China Expo 2010 in Schanghai Eröffnung
উদ্বোধনী অনুষ্ঠানে স্টেজে সেচ্ছাসেবকরাছবি: AP

উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিচ্ছেন, অ্যাকশন হিরো জ্যাকি চান, চীনের লোকসঙ্গীত শিল্পী সং জুয়িং, পিয়ানো বাদক ল্যাং ল্যাং৷ ৭ কোটি দর্শক ছয় মাস ব্যাপী এই ওয়ার্ল্ড এক্সপো পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে৷ অর্থাৎ বিশ্বের যে কোন ইভেন্টের তুলনায় ১৮৭ দিন ব্যাপী সাংহাই ওয়ার্ল্ড এক্সপো-তে সবচেয়ে বেশি দর্শক সমাগম হবে বলে আশা করা হচ্ছে৷ জার্মানি সহ বিশ্বের ১৮৯টি দেশ বিভিন্ন ভাবে ওয়ার্ল্ড এক্সপোতে নিজ নিজ দেশকে তুলে ধরছে৷ জার্মানির স্টলে আধুনিক জার্মান সমাজের বহু সংস্কৃতির প্রতিচ্ছবিই ফুটে উঠছে৷

সাংহাই-এ হাংপু নদী তীরে পাঁচ বর্গ কিলোমিটার এলাকায় প্রায় ২শটি দেশ এবং ৫০টি সংস্থা তাদের প্যাভিলিয়ন নির্মাণ করেছে৷ শহুরে জীবন যাত্রার চ্যালেঞ্জ, 'বেটার সিটি, বেটার লাইফ' থিমের মাধ্যমে তুলে ধরছে সাংহাই ওয়ার্ল্ড এক্সপো ২০১০৷ বিশ্বের ১০টি বৃহত্তম শহরের একটি সাংহাই৷ ১ কোটি ৮০ লাখ অধিবাসি নিয়ে সাংহাই নিজেকে তুলে ধরছে এই বিশ্ব মেলায়৷

এদিকে বিশ্ব মেলা উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যাবস্থা নেয়া হয়েছে সাংহাই-এ৷ নিরাপত্তার বাড়াবাড়িতে মেলার কাছিকাছি এলাকার বাসিন্দারা বিপাকে পড়েছেন৷ বলা যায় অনেকটা দুর্ভোগ পোহাচ্ছেন৷ পুলিশ বাহিনীর ৪৬ হাজার সদস্য শহরে টহল দিচ্ছে৷ তাদের সঙ্গে যোগ দিয়েছেন আট হাজার অতিরিক্ত পুলিশ কর্মকর্তা৷ ওয়ার্ল্ড এক্সপোর গাড়ি পার্কিং-এর জন্যে কয়েকটি বিপণি এলাকা বন্ধ করে দেয়া হয়েছে৷ অনেকের বাড়ি ভেঙে ফেলা হয়েছে৷ এইসব ঘটনার যারা প্রতিবাদ জানিয়েছে, তাদেরকে পাঠানো হয়েছে, লেবার ক্যাম্পে৷

প্রতিবেদক: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক