1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাংবাদিক লারা লোগান মিশরে মারধর, যৌন হেনস্থার শিকার

১৬ ফেব্রুয়ারি ২০১১

লারা লোগান৷ জনপ্রিয় মার্কিন টিভি চ্যানেল সিবিএস নিউজের এক পরিচিত টিভিমুখ৷ মিশরে মুবারক যেদিন পদত্যাগের ঘোষণা করলেন, সেদিনেই লারা কায়রোয় প্রবল মার এবং যৌন হেনস্থার শিকার হন৷ লারা এখন হাসপাতালে৷

https://p.dw.com/p/10Hfp
প্রতীকি ছবিছবি: AP

মিশরের গণ আন্দোলনের প্রায় সবটাই কভার করেছেন লারা লোগান৷ পঁচিশ জানুয়ারি বিপ্লব শুরু হওয়ার প্রথম সপ্তাহেই সিবিএস নিউজের এই জনপ্রিয় সাহসী সাংবাদির কায়রোয় পৌঁছে যান৷ তারপর থেকে যেদিন মুবারক পদত্যাগের ঘোষণা করলেন, সেই শুক্রবারেই কায়রো জুড়ে চলতে থাকা প্রবল উল্লাস আর মত্ততার মধ্যেই একদল দুষ্কৃতি ভিড়ের মধ্যে লারাকে তাঁর টেলিভিশন চ্যানেলের অন্যান্য সহকর্মীদের কাছ থেকে অনেক দূরে টেনে নিয়ে যায়৷ তারপর তাঁর ওপরে লাগাতার প্রবল মারধর এবং যৌন হেনস্থা চালানো হয়৷

একদল মহিলা ব্যাপারটি দেখতে পেয়ে লারাকে ওই দুষ্কৃতিদের কাছ থেকে ছিনিয়ে নেন৷ প্রায় কুড়িজন সৈন্যও ব্যাপার বুঝে এগিয়ে আসেন৷ লারাকে উদ্ধার করা হয় ওই দুষ্কৃতিদের হাত থেকে৷

এর পরদিনের বিমানেই যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নিয়ে যাওয়া ক্ষতবিক্ষত লারাকে৷ সেখানে একটি হাসপাতালে সাংবাদিক লারা লোগানের চিকিৎসা চলছে৷ মিশরে সাংবাদিক নিগ্রহের এটাই একমাত্র ঘটনা নয়৷ অ্যান্ডারসন কুপার নামের আরেক মার্কিন সাংবাদিকের ওপরেও প্রায় এরকমই হামলা চালায় একদল সুযোগসন্ধানী৷ বিপ্লবের সময় এই ধরণের দুষ্কৃতিরা প্রশাসনিক ঢিলেমির সুযোগ নিয়ে এসব করেছে বলে মন্তব্য করেছে মিশরের সেনা প্রশাসন৷

প্রতিবেদন : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : জান্নাতুল ফেরদৌস