1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাঁতার সুন্দরীকে বিয়ে করবেন মোনাকোর প্রিন্স

২৪ জুন ২০১০

অবশেষে বাগদানের ঘোষণা দিলেন মোনাকোর প্রিন্স অ্যালবেয়ার৷ কনের বয়স তাঁর চেয়ে ২০ বছর কম৷ তিনি আবারে সাঁতারে চ্যাম্পিয়ন এবং দক্ষিণ আফ্রিকান৷ নাম, শার্লেন ভিটস্টক৷

https://p.dw.com/p/O1YE
প্রিন্স অ্যালবেয়ার এর সঙ্গে শার্লেনছবি: AP

বুধবার মোনাকোর রাজপ্রাসাদ থেকে প্রকাশিত এক সংক্ষিপ্ত বার্তায় জানানো হয়েছে প্রিন্স দ্বিতীয় অ্যালবেয়ারের এই বাগদানের খবর৷ তবে, তাদের বিয়ে কবে হবে সেটি এখনো জানানো হয়নি, একইসঙ্গে বাগদান অনুষ্ঠানও ছিল খুবই সীমিত পরিসরে৷ প্রিন্সের একান্ত কাছের ব্যক্তিরাই ছিলেন সেখানে৷

অ্যালবেয়ার-এর বাবা ছিলেন প্রিন্স তৃতীয় রাইনার এবং মা সাবেক হলিউড তারকা গ্রেস ক্যালি৷ বর্তমানে তিনি মোনাকোর রাজত্ব চালাচ্ছেন৷ ৫২ বছর বয়সী এই প্রিন্সের সম্পদের পরিমাণ দুই বিলিয়ন ইউরো৷

অন্যদিকে শার্লেন এর জন্ম জিম্বাবোয়েতে৷ ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার সাঁতারু হয়ে সিডনি অলিম্পিকে যোগ দেন তিনি৷ ২০০২ সালে সাঁতারের বিশ্বকাপে তিনটি সোনা জয়ের রেকর্ড রয়েছে তাঁর৷

অ্যালবেয়ার আর শার্লেনের প্রেমের উপাখ্যান ঠিক কবে থেকে শুরু তা বলা মুশকিল৷ তবে, দু'জনকে প্রথম একসঙ্গে দেখা গেছে ২০০১ সালে, মন্টে কার্লোতে এক অনুষ্ঠানে৷ এরপর বিভিন্ন বড় অনুষ্ঠানে প্রিন্সের বাহুলগ্না ছিলেন এই সাঁতার সুন্দরী৷ উইকিপিডিয়ার দাবি, মূলত ২০০৬ সাল থেকেই দু'জনের সম্পর্ক নিবিড় হয়৷

অবশ্য এই বাগদানের পেছনে রাজনৈতিক কারণও রয়েছে৷ কেননা অ্যালবেয়ার ইতিমধ্যেই দু'সন্তানের জনক হলেও বিয়ে করেননি৷ মোটের ওপর ভবিষ্যতে তাঁর এই সন্তানদের শাসক হওয়া নিয়েও রয়েছে নানা সাংবিধানিক জটিলতা৷ কারণ, মোনাকোর সংবিধান অনুযায়ী প্রিন্সকে অবশ্যই বিবাহিত দম্পতির সন্তান হতে হবে৷ তাই, সাংবিধানিক কারণেই অ্যালবেয়ারের বিয়ে বেশ জরুরি৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক