1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সর্বনিম্ন মজুরি ৫ হাজার টাকা করার দাবি

১ মে ২০১০

মে দিবসে ঢাকার রাজপথে দেখা গেল প্রচুর মিছিল৷ তৈরি পোষাক শিল্পের শ্রমিকরা ন্যুনতম মজুরি পাঁচ হাজার টাকা করার দাবি তুলেছেন৷ আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী হাসিনা৷

https://p.dw.com/p/NCGe
ফাইল ফটোছবি: AP

মে দিবসে ঢাকার রাজপথ মুখরিত করে তোলেন মেহনতি মানুষ৷ তাঁরা তাঁদের ন্যায্য পাওনা আর সুযোগ সুবিধার দাবি তোলেন৷ ব্যানার, প্ল্যাকার্ড আর ফেস্টুনের বর্নিল শোভাযাত্রায় বিশ্বের সব মেহনতি মানুষকে তাঁরা এক হওয়ার আহ্বান জানান৷

দেশের রফতানি আয়ের প্রধান খাত তৈরি পোষাক শিল্পের শ্রমিকরা জানান, তাঁরা ভাল নেই৷ পান না ন্যায্য মজুরি৷ আর ন্যায্য মজুরি চাইলে রোষানলে পড়তে হয়৷ রাজনীতি করার অজুহাত তুলে চাকরি থেকে ছাঁটাই করা হয়৷ তারা তৈরি পোষাক শিল্পে সর্বনিম্ন মজুরি ৫ হাজার টাকা করার দাবি জানান তাঁরা৷

অন্যান্য খাতে যেসব শ্রমিক কাজ করেন তাঁদের অবস্থাও ভাল নেই৷ যা আয় করেন তা দিয়ে সংসার চলেনা৷ আর যাওবা মজুরি পান তাতে ভাগ বসায় দালালরা৷ আবার কখনো প্রতারনার শিকার হন তাঁরা৷

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মে দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে শ্রমিকদের ন্যায্য মজুরী নিশ্চত করার কথা বলেছেন৷ তবে শ্রমিকদেরও দায়িত্বশীল হওয়ার আহবান জানিয়েছেন তিনি৷

প্রধানমন্ত্রী জানান, শ্রমিকদের স্বার্থ বিবেচনা করেই বন্ধ হওয়া শিল্প কারখানা আবার চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার

প্রতিবেদন - হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা- সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়