1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সরল মানুষদের ক্লাব'

মার্টিন হ্যারৎসগ/এসি২৯ জুলাই ২০১৫

কেউ হয়তো আবার বাগানের ঝোপ কেটে কেয়ারি করা নিয়ে বই লিখে ফেলেছেন: অর্থাৎ দৈনন্দিন জীবনের সহজ, সরল, সাধারণ জিনিসগুলোকে যারা গুরুত্ব দেন., তারাই হলেন ‘ডাল মেন'৷

https://p.dw.com/p/1G6ib
DW TV Euromaxx Screenshots 14.11.2014
ছবি: DW

কেউ হয়তো আবার বাগানের ঝোপ কেটে কেয়ারি করা নিয়ে বই লিখে ফেলেছেন: অর্থাৎ দৈনন্দিন জীবনের সহজ, সরল, সাধারণ জিনিসগুলোকে যারা গুরুত্ব দেন., তারাই হলেন ‘ডাল মেন'৷

কেভিন বেরেসফোর্ড-কে ‘‘সরল মানুষদের ক্লাব''-এর একজন মার্কামারা সদস্য বলা চলতে পারে৷ তিনি হলেন ‘‘ইউকে রাউন্ডঅ্যাবাউট অ্যাপ্রিসিয়েশন সোসাইটি'' বা যুক্তরাজ্যের গোলচক্কর ভক্ত সমিতির সভাপতি৷ কেভিন বলেন, ‘‘গোলচক্করের মতো অভিব্যক্তিপূর্ণ আর কিছু নেই৷ তার উপর যা খুশি বসানো যায়: ফোয়ারা, স্ট্যাচু, ট্রেন, নৌকো, এরোপ্লেন, বিয়ার পাব, গির্জা, এমনকি সত্যিকারের উইন্ডমিল; গোলচক্করের ওপর আমি সব কিছু দেখেছি৷ যা প্রাণ চায়৷ সেটাই গোলচক্করের বিশেষত্ব বলে আমার ধারণা৷''

Borsigplatz in Dortmund
গোলচক্করের শোভাছবি: imago/Hans Blossey

ঝোপেঝাড়ে

হিউ বার্কার-এর ভালোবাসার বস্তু সম্পূর্ণ আলাদা: তাঁর ভালো লাগে বাগানের কেয়ারি করা ঝোপঝাড়৷ বিষয়টি নিয়ে তিনি একটি বইও লিখে ফেলেছেন, ‘হেজ ব্রিটানিয়া' বা ‘ব্রিটেনের ঝোপ'৷ হিউ বলেন, ‘‘হেজ বা কেয়ারি করা ঝোপ ব্রিটেনে প্রকৃতির অঙ্গ৷ এ ধরনের ঝোপের একটা প্রতীকী দিক আছে, যে বিষয়ে আমি আগ্রহী৷ লোকজন তাদের বাগানের ঝোপঝাড় নানা অদ্ভুত আকারে কাটেন-ছাঁটেন৷ আপনি কী আকারে আপনার ঝোপগুলো কাটছেন, তা থেকে আপনার সম্বন্ধে অনেক কিছু জানা যায়৷ তার খানিকটা একটু বোকা বোকা হলেও, তলায় কিন্তু বেশ গুরুগম্ভীর তথ্য থাকে৷''

ব্রিটিশ মিডিয়া হিউ বার্কার-কে লন্ডনের ‘‘সবচেয়ে বোরিং বাসিন্দা'' আখ্যা দিয়েছে৷ হিউ-এর অবশ্য তাতে কোনো আপত্তি নেই৷ তিনি বলেন, ‘‘মানুষজন যে সব বিষয়ে ইন্টারেস্টেড, তার অনেকটাই আজগুবি মনে হতে পারে৷ কিন্তু লোকজনের এ ধরনের উদ্ভট ইন্টারেস্ট থাকে, বিশেষ করে পুরুষদের৷ তাতে দোষের কিছু আছে বলে আমি মনে করি না৷ ওটা গর্ব করার ব্যাপার, লজ্জা করার মতো নয়৷''

‘সবচেয়ে বোরিং লোক'

ক্লাবের কর্মকর্তাদের মধ্যে অন্যতম হলেন লেল্যান্ড কার্লসন৷ জন্মসূত্রে অ্যামেরিকান; ত্রিশ বছর আগে নিউ ইয়র্কে ‘‘ডাল মেন্স ক্লাব'' বা ‘‘সরল মানুষদের ক্লাব'' প্রতিষ্ঠা করেছিলেন – পরে আইডিয়াটাকে লন্ডনে নিয়ে আসেন৷ আজ তাঁর ক্লাবের সদস্যসংখ্যা পাঁচ হাজার৷

ক্লাবের নীতি ব্যাখ্যা করলেন কার্লসন, ‘‘মিডিয়া আমাদের বানিয়েছে ‘ডালেস্ট মেন' বা সবচেয়ে বোরিং লোক৷ আমরা মোটেই সবচেয়ে বোরিং নই৷ সেটা হল বড্ড বোরিং৷ আমরা হলাম শুধু বোরিং৷ আমাদের মধ্যে অনেকে অন্যদের চেয়ে কম বোরিং হবার চেষ্টা পর্যন্ত করেন না৷ জীবনে যা কিছু সাধারণ, তাই নিয়ে খুশি থাকাটা ধরুন স্কাই ডাইভিং-এর চেয়ে বুদ্ধিমানের কাজ৷ ওর চেয়ে আমাদের অনেকে দিবানিদ্রাই পছন্দ করবেন৷''

যাবতীয় ব্রিটিশ ‘হিউমার' সত্ত্বেও তথাকথিত সরল মানুষেরা দৃশ্যত মানুষের মন – এবং কল্পনা জয় করে নিয়েছেন! বর্তমানের শশব্যস্ত, ঊর্ধ্বশ্বাস সমাজজীবনে তারা যেন শান্তির ছোঁয়া এনে দিয়েছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান