1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সরকার পতনের মতো এখনই কিছু হয়নি: বিএনপি

৭ ফেব্রুয়ারি ২০১১

সরকারের পতন বা সরকারকে ধাক্কা দেয়ার মত এখনই কিছু হয়নি বলে ডয়চে ভেলেকে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মীর্জা ফকরুল ইসলাম আলমগীর৷

https://p.dw.com/p/10BoZ
ঢাকায় বিএনপি’র কার্যালয়ছবি: Mustafiz Mamun

তাঁর মতে, হরতালসহ আরো যেসব কর্মসূচি দেয়া হচ্ছে এগুলো সরকারকে সতর্ক করার জন্য সরকার পতনের জন্য নয়৷ তিনি দাবি করেন, হরতাল চূড়ান্ত কোন রাজনৈতিক কর্মসূচি নয়৷

‘আড়িয়ল বিলে বিমানবন্দর হবে না'- প্রধানমন্ত্রীর ঘোষণার পরও আজকের হরতাল কেন? এমন প্রশ্নের জবাবে ফকরুল ইসলাম আলমগীর বলেন, তাঁরা মনে করেন দেশে এখন আরেকটি আন্তর্জাতিক বিমানবন্দরেরই প্রয়োজন নেই৷ আর আড়িয়ল বিল এলাকায় মামলা দিয়ে হাজার হাজার নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে৷ মামলা দেয়া হয়েছে বিরোধী দলীয় নেত্রীর বিরুদ্ধে৷

এই হরতাল বা আন্দোলন সরকারের পতনের জন্য কি না, জানতে চাইলে মীর্জা ফকরুল বলেন সরকার পতনের সময় এখনও হয়নি৷ আর সরকার পতনের জন্য আন্দোলনও করছে না বিএনপি৷

তিনি বলেন, সরকার যদি সঠিক পথে আসে৷ বিরোধী দলের উপর দমন নিপীড়ন বন্ধ করে তাহলে সরকার পতনের আন্দোলনের প্রয়োজনও হবে না৷ তিনি বলেন, হরতাল কোন চূড়ান্ত আন্দোলন নয়৷ হরতাল প্রতিবাদের গণতান্ত্রিক ভাষা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই