1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সরকার পতনের আন্দোলনে মাঠে নামছে বিএনপি

৯ এপ্রিল ২০১১

শেয়ার বাজারের তদন্ত প্রতিবেদন, বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার খেলা এবং বিএনপি’র আন্দোলন কর্মসূচি - এসবই শনিবারের ঢাকার পত্রপত্রিকার প্রধান প্রধান খবর৷

https://p.dw.com/p/10qLZ
বিএনপি’র প্রধান কার্যালয়ছবি: Mustafiz Mamun

শেয়ার বাজার

বেশিরভাগ পত্রিকারই প্রধান খবর শেয়ার বাজার৷ বৃহস্পতিবার যে তদন্ত প্রতিবেদন বের হয়েছে সে সম্পর্কে বিস্তারিত রয়েছে প্রতিবেদনগুলোতে৷ এছাড়া কয়েকটি কাগজে তদন্ত কমিটির প্রধান খোন্দকার ইব্রাহিম খালেদের বক্তব্য ছাপা হয়েছে৷ শেয়ার কারসাজিতে জড়িত সন্দেহে যেসব ব্যক্তির নাম প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সেগুলো প্রকাশ করা যায় বলে মন্তব্য করেছেন তিনি৷ উল্লেখ্য, এর আগে অর্থমন্ত্রী বলেছিলেন, যেসব ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে তিনি নিজে নিশ্চিত হতে পারবেন না, তাঁদের নাম প্রকাশ করা হবে না৷ এদিকে প্রথম আলো ও ডেইলি স্টার বলছে তদন্ত প্রতিবেদনে প্রায় ৬০ ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে৷ বিশেষ করে সালমান এফ রহমান ও ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি রকিবুর রহমান সম্পর্কে সরকারকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে প্রতিবেদনে৷

খেলা

বিশ্বকাপের রেশ মিটতে না মিটতেই আজ আবার মাঠে নামছে বাংলাদেশ৷ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া৷ সব কাগজেই এ সম্পর্কে প্রতিবেদন রয়েছে৷ মাশরাফি খেলবেন কিনা সেটা নিয়ে গত কয়েকদিন ধরে একটা আলোচনা চলছে৷ তবে আজ তিনি খেলবেন - এ ব্যাপারে সবচেয়ে জোর দিয়ে খবর প্রকাশ করেছে প্রথম আলো৷ এছাড়া পত্রিকাটি বলছে, শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ শুরুর আগে বাংলাদেশ শিবিরে ঠিক আত্মবিশ্বাসের ছায়া খুঁজে পাওয়া যায়নি৷ তবে এটাকেই ইতিবাচক হিসেবে দেখার চেষ্টা করছে পত্রিকাটি৷ কারণ ইতিহাস বলছে, যখন কোনো আশা থাকে না, তখনই কীভাবে কীভাবে যেন ভালো করে ফেলে বাংলাদেশ৷

বিএনপি'র আন্দোলন

কালের কন্ঠ বলছে, সরকারের পদত্যাগ ও মধ্যবর্তী নির্বাচন - এই দুই দাবিতে সারা দেশে আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে মাঠে নামছে বিএনপি৷ এজন্য বিক্ষোভ, সমাবেশ ও মিছিলের পাশাপাশি হরতাল এবং লংমার্চের প্রস্তুতিও নিচ্ছে তারা৷ পত্রিকাটি বলছে, জনগণের সমর্থন আদায়ের লক্ষ্যে প্রথমে ২১ জেলায় সমাবেশ করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া৷ পরে ঢাকায় মহাসমাবেশ করে কর্মসূচি ঘোষণা করবেন তিনি৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: জান্নাতুল ফেরদৌস