1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সরকারের নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান খালেদার

২৩ এপ্রিল ২০১১

সরকারের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে এখন আর শুধু প্রতিবাদ নয়, জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি নেতাকর্মীদের প্রতিরোধ করতে বললেন বিএনপি চেয়ারপার্সন ও সংসদে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া৷

https://p.dw.com/p/112r7
বিএনপি চেয়ারপার্সন ও সংসদে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াছবি: Mustafiz Mamun

বিএনপি চেয়ারপার্সন ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া বলেছেন, সরকারের অত্যাচার ও নিপীড়ন আমাদের সহ্যের সীমা ছাড়িয়ে গেছে৷ কাজেই এখন আর শুধু প্রতিবাদ করলে চলবে না- জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করতে হবে৷ শনিবার সকালে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে দলের জাতীয় নির্বাহী কমিটির সভায় তিনি এ কথা বলেন৷

বর্তমান সরকারের প্রতিশ্রুতি ভঙ্গ, অপশাসন, অযোগ্যতা, ব্যর্থতা ও নিপীড়নে জনগণ ক্ষুদ্ধ এবং আন্দালনের প্রত্যাশায় অধীর আগ্রহে তারা অপেক্ষা করছে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, জনগণকে সংগঠিত করে নেতৃত্ব দেয়ার যোগত্যা ও সামর্থ বিএনপির আছে৷ তাই গণতন্ত্র সুরক্ষায় ও জনগণের কল্যাণে সব বিভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে দলের নেতা-কর্মীদের প্রতি কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, আন্দোলন যত জোরদার হবে জনগণের অংশগ্রহণ তত বাড়বে, নিশ্চিত হবে আমাদের চূড়ান্ত বিজয়৷

খালেদা জিয়া বলেন, সরকারের কারসাজিতে শেয়ারবাজারে সাধারণ বিনিয়োগকারীরা সর্বস্ব হারিয়েছে৷ তাদের ক্ষতিপূরণ না দিয়ে সরকারের মন্ত্রী ও উপদেষ্টারা এই সর্বস্বান্ত পরিবারগুলোকে নিয়ে পরিহাস ও কটুক্তি করে চলেছেন৷ অথচ এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশের জন্য আদালত নির্দেশ দেওয়া সত্ত্বেও এখনও তা প্রকাশ করা হয়নি৷ তিনি বলেন, বিদ্যুৎ, গ্যাস, পানির অভাবে জন-জীবন বিপর্যস্ত হয়েছে৷ গ্রীষ্ম শুরু না হতেই যে ভয়াবহ লোডশেডিং শুরু হয়েছে তাতে আগামী মাসগুলোতে পরিস্থিতি কেমন হবে তা সহজেই অনুমান করা যায়৷ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, সরকারের এমন নির্মম রসিকতায় জনগণ হতাশ ও ক্ষুদ্ধ বলে মন্তব্য করেন বেগম জিয়া৷

প্রতিবেদন: সমীর কুমার দে

সম্পাদনা: ফাহমিদা সুলতানা