‘সরকারের একটা কৌশল’ | পাঠক ভাবনা | DW | 07.02.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘সরকারের একটা কৌশল’

রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ মনে করেন, সরকারের মন্ত্রীরা যে পাঁচ বছর ক্ষমতায় থাকার কথা বলছেন, এটা কৌশল৷ ডয়চে ভেলের বেশিরভাগ পাঠক এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন৷

Sheikh Hasina erneut als Regierungschefin in Bangladesch vereidigt

শেখ হাসিনা

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ‘‘সংলাপ নিয়ে হাল ছাড়েনি যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা'' শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে ডয়চে ভেলের বাংলা বিভাগ৷ এরপর সেটা ফেসবুক পেজে শেয়ার করে একটি প্রশ্ন রাখা হয়৷ পাঠকদের কাছে জানতে চাওয়া হয়, অধ্যাপক ইমতিয়াজের বক্তব্যের সঙ্গে তাঁরা একমত কিনা৷ রাজনীতির এই বিশ্লেষক ডয়চে ভেলেকে বলেছিলেন, ‘‘সরকারের মন্ত্রীরা যে পাঁচ বছর ক্ষমতায় থাকার কথা বলছেন, এটা কৌশল৷ এর কারণ, সরকার যদি এখনই মধ্যবর্তী নির্বাচনের কথা বলে তাহলে প্রশাসন শিথিল হয়ে পড়বে৷ সরকার নিশ্চয়ই তার দুর্বলতা প্রকাশ করতে চাইবে না৷'' ডয়চে ভেলের পাঠকদের বেশিরভাগই এই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেন

এদিকে, কেনিয়ার ‘‘শিক্ষিত তরুণরা কৃষিকাজের দিকে ঝুঁকছেন'' শীর্ষক ছবিঘরটি দেখে একজন পাঠক মন্তব্য করেছেন, ‘‘আমিও চলে যাবো চিন্তা করছি৷ ঢাকাতে থাকার চেয়ে গ্রামে এগ্রো বেইসড কাজ করা অনেক ভালো, কয়েকদিন আগে গ্রাম থেকে ঘুরে আসলাম মনে হলো পুরো গ্রাম ফাঁকা৷ সবাই এখন শহর পানে ছুটছে৷ আমি উল্টোটা করার চিন্তা করছি৷'' আবু সালেহ লিখেছেন, ‘‘এতে কৃষিক্ষেত্রে বিপ্লব হবে৷''

সংকলন: জাহিদুল হক
সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন