1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দিশেহারা বোকো হারাম

৫ মে ২০১৫

জানুয়ারি থেকে শুরু হওয়া সরকারি অভিযানের কারণে বোকো হারামে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ নাইজেরিয়ার ঐ জঙ্গি গোষ্ঠীর নিয়ন্ত্রণ থেকে মুক্তি পাওয়া কয়েকজন নারী এমন তথ্য দিয়েছেন৷

https://p.dw.com/p/1FKD2
Nigeria Flüchtlingskamp Yola
ছবি: picture alliance/AP Photo

বোকো হারাম গত বছর প্রায় দুই হাজার নারী ও তরুণীকে অপহরণ করে৷ এর মধ্যে এখন পর্যন্ত প্রায় ৭০০ জনকে মুক্ত করতে সমর্থ হয়েছে নাইজেরিয়ার সেনারা৷ উদ্ধার হওয়া প্রায় ২৭৫ জনকে আদামাওয়া রাজ্যে সরকার পরিচালিত একটি ক্যাম্পে রাখা হয়েছে৷ সেখানেই কয়েকজন নারীর সঙ্গে কথা বলেন রয়টার্সের প্রতিনিধি৷

এঁদের মধ্যে একজন ৪৫ বছর বয়সি আয়শা আব্বাস৷ দুই সন্তানের এই জননী রয়টার্সকে বলেন, শুরুতে বোকো হারামের প্রত্যেক জঙ্গির হাতে অস্ত্র থাকলেও শেষের দিকে তা দেখা যায়নি৷ তখন অল্প সংখ্যক জঙ্গিকে অস্ত্র নিয়ে থাকতে দেখা গেছে৷ এছাড়া জঙ্গিরা প্রায়ই তাঁদের সামনে পর্যাপ্ত অস্ত্র না থাকা এবং গাড়ি চালানোর মতো পর্যাপ্ত জ্বালানি না থাকার কথা বলাবলি করেছে বলে জানান আব্বাস৷

আদামাওয়া রাজ্যের ক্যাম্পে থাকা ২৭৫ জনের মধ্যে মাত্র ৬১ জনের বয়স ১৮ বছরের উপরে বলে জানিয়েছে রয়টার্স৷ যেসব শিশু ঐ ক্যাম্পে আছে, তাদের বেশিরভাগই অপুষ্টিতে ভুগছে বলে জানিয়েছে ঐ বার্তা সংস্থাটি৷

ক্যাম্পে থাকা আরেক নারী ১৮ বছরের বিনতা ইব্রাহিম জানান, জঙ্গিরা তাদের মাঝেমধ্যে খাবার দিত আর প্রায়ই প্রহার করতো৷ ‘‘এপ্রিলের এক সন্ধ্যায় বোকো হারামের জঙ্গিরা আমাদের সামনে দাঁড়িয়ে বলতে থাকে ‘আমাদের নেতারা আমাদের পর্যাপ্ত জ্বালানি আর অস্ত্র দিতে চায় না৷ আর এখন সৈন্যরা সাম্বিসায় অভিযান চালিয়ে আমাদের কাছে চলে আসছে'৷''

উল্লেখ্য, সাম্বিসা হচ্ছে একটি বন এলাকা৷ একমাত্র সেখানেই এখন বোকো হারামের কিছু উপস্থিতি রয়েছে বলে ধারণা করা হয়৷ অথচ গত বছরও তাদের হাতে বেলজিয়ামের চেয়েও বড় অংশের নিয়ন্ত্রণ ছিল৷ আর নাইজেরিয়ার বাইরে চাড, ক্যামেরুন আর নাইজারেরও তারা হামলা চালাতো৷

চিবকের ছাত্রীরা কোথায়?

প্রায় ছয় বছর ধরে তৎপর বোকো হারামের হামলায় ইতিমধ্যে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছে আর প্রায় ১৫ লক্ষ মানুষ ঘরবাড়ি হারাতে বাধ্য হয়েছে৷ ২০১৪ সালে চিবক গ্রামের একটি স্কুলের প্রায় ২০০ ছাত্রীকে অপহরণ করে বিশ্বব্যাপী সাড়া ফেলে দেয় বোকো হারাম৷ উদ্ধার হওয়া নারীরা চিবকের ঐ অপহৃত ছাত্রীদের দেখতে পায়নি বলে রয়টার্সকে জানিয়েছে৷ তবে জঙ্গিদের উদ্ধৃত দিয়ে আব্বাস বলেন, ‘‘তারা (জঙ্গিরা) বলেছে চিবকের ছাত্রীদের এ বছর বিয়ে করা হয়েছে৷ কাউকে দাস হিসেবে বিক্রি করে দেয়া হয়েছে৷ আর বাকিদের জঙ্গিরা বিয়ে করেছে৷ একেকজন জঙ্গি দু'জন-চারজনকে একসঙ্গে বিয়ে করেছে৷''

গর্ভবতী

জাতিসংঘের সংস্থা ইউএনএফপিএ জানিয়েছে, প্রায় ২১৪ জনকে গর্ভবতী অবস্থায় উদ্ধার করা হয়েছে৷ ইউএনএফপিএ নাইজেরিয়ার নির্বাহী পরিচালক বলছেন, ‘‘গর্ভবতীদের অনেকেই নানা অসুখে ভুগছেন, অনেকে এইচআইভি/এইডসে আক্রান্ত হয়েছেন৷''

জেডএইচ/ডিজি (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য