1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সরকারকে সতর্ক করছে পৌর নির্বাচনের ফলাফল

২০ জানুয়ারি ২০১১

পৌর নির্বাচন সবরকারের প্রতি সতর্ক সংকেত হলেও আস্থাহীনতা নয় বলে মনে করেন বিশ্লেষকরা৷ তাঁদের মতে, সরকারকে এখন জেগে উঠতে হবে৷ রক্ষা করতে হবে প্রতিশ্রুতি , ভোটারদের আস্থার মূল্যায়ন করতে হবে৷

https://p.dw.com/p/zzri
এই সমর্থন বজায় রাখতে গেলে তার জন্য সচেষ্ট হতে হবে সরকারকে৷ছবি: Mustafiz Mamun

রাজনৈতিক মনোনয়নে এবার পৌর নির্বাচনে আওয়ামী লীগে অন্তর্দ্বন্দ্ব প্রকট হয়েছে এমন মন্তব্য করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খান বলেন, এর সঙ্গে যোগ হয়েছে মানুষের আশাভঙ্গের বেদনা৷ গ্যাস, বিদ্যুত আর কোন কোন ক্ষেত্রে আইন-শৃংখলা নিয়ে দেশের মানুষ বিব্রত ও উদ্বিগ্ন৷ তবে তা সরকারের প্রতি আস্থাহীনতা নয়, সতর্ক সংকেত মাত্র৷

আর স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. বদিউল আলম মজুমদার বলেন, পৌর নির্বাচনে শাসক দল আওয়ামী লীগ তার বিদ্রোহীদের মিলিয়ে বেশি মেয়র পদে জিতেছে৷ তবে তবে তা খুব বেশি নয়৷ জিতেছে, তবে তা জাতীয় বা উপজেলা নির্বাচনের মত নয়৷ আর বিএনপি'ও হারেনি৷ এই নির্বাচনের ফলাফল বলছে সরকারকে এখন জেগে উঠতে হবে৷ তাঁর মতে, তরুনরা গত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রতি যে আস্থা রেখেছে তার মূল্যায়ণ করতে হবে৷ তারা হিংসা-হানাহানি চায়না৷ তারা চায় রাজনীতিতে গুণগত পরিবর্তন৷

তবে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার মনে করেন, পৌর নির্বাচনে সাধারণ মানুষ সরকারের প্রতি আস্থাহীনতার প্রকাশ ঘটিয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়