1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সরকারকেই ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করতে হবে: সিইসি

১ আগস্ট ২০১০

প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করার সিদ্ধান্ত সরকারকে নিতে হবে৷ সরকার সিদ্ধান্ত নিলে কমিশন নিবন্ধন বাতিল করবে৷

https://p.dw.com/p/OZUu
প্রধান নির্বাচন কমিশনার

সুপ্রিমকোর্টের রায়ের আলোকে সরকার কি সিদ্ধান্ত নেয় তা-ই দেখার অপেক্ষায় আছেন নির্বাচন কমিশন৷ সুপ্রিম কোর্ট পঞ্চম সংশোধনী বাতিলের পর আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, ওই রায় অনুযায়ী দেশে ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে গেছে৷ এখন নির্বাচন কমিশনের উচিত তাদের নিবন্ধন বাতিল করা৷

রোববার এর জবাব দিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা৷ তিনি বলেছেন, সরকারকেই ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করতে হবে৷ সরকার যদি সে সিদ্ধান্ত নেয় তাহলে নির্বাচন কমিশন ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করবে৷

সুপ্রিম কোর্টের রায়ের আলোকে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারবে কি-না এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ওই রায়ের বিশ্লেষনের জন্য সরকার একটি কমিটি গঠন করেছে৷ নিশ্চয়ই সরকার একটি সিদ্ধান্ত জানাবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়