1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমর্থককে বোতল ছুঁড়ে মেরে শাস্তির মুখে গুয়েরেরো

৫ এপ্রিল ২০১০

গোলশূণ্য ড্র করার পর সমর্থকদের গালিগালাজ সহ্য করতে পারলেন না হামবুর্গের স্ট্রাইকার গুয়েরেরো৷ এক সমর্থককে বোতল ছুঁড়ে মেরে তিনি এখন শাস্তির মুখোমুখি৷ ওদিকে হফেনহাইমকে ৪-০ গোলে হারাল ভোল্ফসবুর্গ৷

https://p.dw.com/p/MnDP
হানোভার বনাম হামবুর্গ ম্যাচের একটি মুহূর্তছবি: AP

হানোভার বনাম হামবুর্গের লিগ পর্যায়ের ম্যাচ রবিবার শেষ হয়েছে গোলশূণ্য অবস্থায়৷ কিন্তু খেলা শেষ হয়ে যাওয়ার পর প্লেয়াররা যখন ড্রেসিংরুমে ফিরছেন, তখনই হামবুর্গের খেলোয়াড়দের উদ্দেশে হতাশ সমর্থকদের গালিগালাজ সহ্য করতে পারেন নি হামবুর্গের স্ট্রাইকার পাওলো গুয়েরেরো৷ পেরুর এই খেলোয়াড়কে হামবুর্গ সমর্থকদের একজন বলেন, ‘গোল করতে পারছ না, নিজের দেশে ফিরে যাও৷' প্রচন্ড ক্ষিপ্ত পাওলো সঙ্গে সঙ্গে হাতে ধরা জলের বোতল ছুঁড়ে মারেন ওই সমর্থকের দিকে৷ সমর্থকের মাথায় গিয়ে লাগে সেই বোতলটি৷ সেই বোতল কাচের তৈরি নাকি প্লাস্টিকের তা অবশ্য জানা যায় নি এখনও৷

এই ঘটনার পর হামবুর্গ দলের প্রেসিডেন্ট বের্নড হফম্যান বলেছেন, গুয়েরেরোকে শাস্তি পেতে হবে৷ ইতিমধ্যেই তাঁকে আগামী খেলাগুলোতে বসানোর সিদ্ধান্ত হয়েছে৷ হফম্যানের মতে, ওই সমর্থক কী বলেছেন, সেটা বিচার্য বিযয় নয়৷ ব্যাপার হল, প্রকাশ্যে মেজাজ হারিয়েছেন পাওলো৷ সেটা অবশ্যই শাস্তিযোগ্য অপরাধের তালিকায় পড়ে৷ ধারণা করা হচ্ছে জার্মান লিগের ডিসিপ্লিনারি কমিটিও এই বিষয়টিতে নাক গলাবে৷ তেমন হলে পাওলোর জন্য আরও সমস্যা অপেক্ষা করে থাকলো৷

ওদিকে, রবিবারের বুন্দেসলিগার অপর খেলায় দুর্দান্ত খেলে নিজেদের ভালো অবস্থানে নিয়ে গেল ভোল্ফসবুর্গ৷ বুন্দেসলিগার বিস্ময় দল হফেনহাইমকে অসহায় দেখিয়েছে এদিন৷ কারণ,ভোল্ফসবুর্গের কাছে ৪-০ গোলে হেরেছে হফেনহাইম৷ বল্ফসবুর্গের স্ট্রাইকার এডিন জেকো একাই দুটি গোল দিয়েছেন৷ অন্য দুটি গোল দিয়েছেন যথাক্রমে বারজাগিল এবং মিসিমোভিচ৷

প্রতিবেদন- সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা - রিয়াজুল ইসলাম