1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমকামী বিয়ে বৈধতা পেল আর্জেন্টিনায়

১৫ জুলাই ২০১০

আর্জেন্টিনায় সমকামীদের বিয়েতে আর কোনো বাধা রইলো না৷ দেশটির সেনেট এই ধরনের বিয়ে অনুমোদন দিয়ে একটি আইন পাস করেছে৷ দক্ষিণ আমেরিকায় আর্জেন্টিনাই প্রথম দেশ, যারা সমকামী বিয়েকে বৈধতা দিল৷

https://p.dw.com/p/OJg8
Alex Freyre & Jode Maria Di Bello
আলেক্স ফ্রায়ের আর হোসে মারিয়া দি বেলোছবি: AP

আলেক্স ফ্রায়ের আর হোসে মারিয়া দি বেলো - শুরুটা তাঁদের নিয়েই৷ গত ডিসেম্বরেই এই দুই সমকামী বিয়ে করতে গিয়ে রীতিমতো শোরগোল তুলে ফেলেন৷ কারণ তখন এই ধরনের বিয়েতে আইনগত কোনো অনুমোদন ছিলো না৷ এই নিয়ে আইনি লড়াইও শুরু হয়৷ আর এর মধ্যে বৃহস্পতিবারই সমকামী বিয়েকে বৈধতা দিল সেনেট৷ যদিও দেশটির ক্যাথলিক চার্চ এতে আপত্তি জানিয়ে আসছিলো৷

সেনেটে যখন বিলটি পাস হয়, তখন বাইরে ছিলো জনতার ঢল৷ এর অধিকাংশই সমকামী বিয়ের সমর্থক৷ যারা সেখানে ছিলেন না, তাদের চোখ ছিলো টেলিভিশনের পর্দায়৷ কারণ সেনেট অধিবেশন সরাসরি সম্প্রচার করা হচ্ছিলো৷ বিল পাস হওয়ার পর উল্লাসে ফেটে পড়ে সমকামী বিয়ের সমর্থকরা৷ তাঁর কণ্ঠে ধ্বনিত হয়, ‘সমঅধিকার-সমঅধিকার'৷ একে অপরকে জড়িয়ে ধরেন, আনন্দঅশ্রুও ঝরছিলো অনেকের চোখ থেকে৷

সেনেটে ১৪ ঘণ্টা বিতর্কের পর ৩৩-২৭ ভোটে বিলটি পাস হয়৷ সংসদ নেতা মিগেল পিচেতো তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, এটা আমাদের জন্য ঐতিহাসিক একটি দিন৷ বিরোধী দলের সেনেটর জেরার্দো মরালেস বলেন, আর্জেন্টিনার সমাজ বদলাচ্ছে৷ এই বিল পাসের মধ্য দিয়ে সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠিত হলো৷

আর্জেন্টিনার খ্রিস্টানদের মধ্যে ৯০ শতাংশই ক্যাথলিক৷ ক্যাথলিক চার্চ এই বিলের প্রবল বিরোধিতা করছিলো৷ সমকামী বিয়ের বিরোধীরা বুধবার রাজধানী বুয়েনস আইরেসে মিছিল বের করে৷ একই সময় পাল্টা মিছিলও বের হয়৷ দুই পক্ষের সংঘাত এড়াতে মোতায়েন ছিলো পুলিশ৷ সমকামী বিয়ের সমর্থক এবং বামপন্থী নেতা-কর্মীরা চার্চের বিরোধিতা করে স্লোগান দেয়, ‘স্বৈরাচারী চার্চের দিন শেষ'৷

ক্যাথলিক চার্চ সমকামী বিয়ে নিয়ে গণভোটের একটি প্রস্তাব দিয়েছিলো৷ যদিও মধ্য-বামপন্থী সরকারের প্রেসিডেন্ট ক্রিস্টিনা কির্শনার তা নাকচ করে দেন৷ নতুন আইনের বলে সমকামীরা বিয়ের পর প্রচলিত দম্পতির মতোই সব সুযোগ-সুবিধা পাবেন৷ কোনো ধরনের নিগ্রহ তাদের সহ্য করতে হবে না৷ প্রেসিডেন্ট ক্রিস্টিনা বর্তমানে চীন সফরে আছেন, দেশে ফেরার পর তাঁর স্বাক্ষরেই বিলটি আইনে পরিণত হবে৷

আমেরিকায় আর্জেন্টিনার আগে মেক্সিকো সমকামী বিয়েকে বৈধতা দেয়, তবে ওই দেশটির সব রাজ্যে সরকার তা এখনো অনুমোদন করেনি৷ ইউরোপের দেশগুলোর মধ্যে নেদারল্যান্ডস, বেলজিয়াম, স্পেন, সুইডেন, নরওয়ে, পর্তুগাল, আইসল্যান্ডে সমকামী বিয়ে বৈধ৷ সমকামীরা বিয়ে করতে পারে দক্ষিণ আফ্রিকা ও কানাডায়ও৷

প্রতিপ্রতিবেদন: মনিরুল ইসলাম
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক