1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমকামিতা প্রশ্নে সমালোচনার মুখে জাম্বিয়া

২৩ মে ২০১০

প্রকাশ্যে সম্পর্কের কারণে এক পুরুষ দম্পতিকে মালাওয়িতে দেওয়া হয়েছে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড৷ এদিকে, সমকামিতা বিরোধী অবস্থানের জন্য জাম্বিয়ারও কড়া সমালোচনা করেছে মানবাধিকার সংস্থাগুলো৷

https://p.dw.com/p/NV8S
১৪ বছরের কারাদণ্ডে দণ্ডিত মালাওয়ির পুরুষ দম্পতি শিম্বালাঙ্গা এবং মোঞ্জেজাছবি: AP

সমকামী তথা ‘গে' বিরোধী পদক্ষেপের কারণে মালাওয়ির পর এবার তীব্র সমালোচনার মুখে জাম্বিয়া৷ নিউইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সতর্ক করে দিয়ে বলেছে যে, জাম্বিয়ার কিছু ধর্মীয় নেতা এবং সরকারের সাম্প্রতিক বিবৃতি দেশটিতে এইচআইভি/এইডস প্রতিরোধী কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করবে৷ জাম্বিয়ার নেতৃবৃন্দের উদ্দেশ্যে পাঠানো এক পত্রে সংস্থাটি এই ধরণের বিবৃতি বন্ধের জন্য দেশটির রাষ্ট্রপ্রধান রাফিয়া বান্ডার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে৷

পত্রে আরো বলা হয়, সাম্প্রতিক এসব বিবৃতি সমকামীদের স্বাস্থ্য পরিষেবা গ্রহণে বাধা সৃষ্টি করবে এবং এইচআইভি পরীক্ষাসহ তাদের মৌলিক মানবাধিকার হরণ করবে৷ এছাড়া সমকামী আচরণের কথা স্বীকার করাকে অপরাধ হিসেবে বিবেচনা না করার জন্যও জাম্বিয়ান আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে৷ উল্লেখ্য, জাম্বিয়া এবং মালাওয়িসহ আফ্রিকার বেশ কিছু দেশে সমকামিতা নিষিদ্ধ৷

Südafrika Malawi Demonstration Urteil Homosexualität Tiwonge Chimbalanga und Steven Monjeza
মালাওয়ির গে-বিরোধী রায়ের প্রতিবাদে বিক্ষোভছবি: AP

প্রসঙ্গত, গত সপ্তাহে মালাওয়িতে এক গে দম্পতিকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়ার পর এই রায়ের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে৷ এদিকে, জাম্বিয়াতে দুই ধর্মীয় নেতা সমকামী নারী-পুরুষ এবং হিজড়া জনগোষ্ঠীর পক্ষে কথা বলার জন্য দাতা দেশগুলোর সমালোচনা করেন৷ বিশেষ করে জাম্বিয়ার জাতীয় এইডস পরিষদের সভাপতি বিশপ জে এইচ কে বান্ডার উদ্ধৃতি দেওয়া হয়েছে হিউম্যান রাইটস ওয়াচের পত্রে৷ এতে বলা হয়েছে যে, দাতাসমূহের উদ্যোগকে ‘দেশের ঐতিহ্যময় আদর্শের বিরোধী' বলে উল্লেখ করেছেন তিনি৷ এছাড়া জাম্বিয়ার অ্যাঙ্গলিক্যান কাউন্সিলের প্রধান বিশপ রবার্ট মাম্বিও সমকামিতাকে অ-আফ্রিকান চর্চা বলে মন্তব্য করেন৷

ঐ অঞ্চলের অপর নেতা জিম্বাবোয়ের রাষ্ট্রপ্রধান রবার্ট মুগাবে'র মন্তব্য, ‘‘সমকামীরা কুকুর এবং শূকরের চেয়েও নীচ প্রকৃতির৷'' এমনকি মুগাবে তাঁর দেশের নতুন সংবিধানের আলোচনায় তাদের অধিকার সম্পর্কিত বিষয়টি অন্তর্ভুক্ত করতেও অস্বীকার করেন৷ মধ্য আফ্রিকার দেশ উগান্ডা এক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে৷ দেশটির সংসদে অনুমোদনের জন্য এমন একটি প্রস্তাব পেশ করা হয়েছে, যার আওতায় সমকামীদের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড দেওয়াও হতে পারে৷ মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ, এসব পদক্ষেপের ফলে ঐ অঞ্চলের দেশগুলোতে এইচআইভি/এইডস প্রতিরোধ কর্মসূচি হুমকির মুখে পড়বে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়