1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমকামিতা প্রতিরোধে ভিডিওর জন্য পুরস্কার

৯ জুন ২০১৭

মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় সমকামিতা প্রতিরোধে সচেতনতামূলক ভিডিও তৈরির জন্য পুরস্কার ঘোষণা করেছে৷ দেশটিতে সমকামিতা নিষিদ্ধ এবং অপরাধ হিসেবে বিবেচিত৷ আর তা প্রমাণ হলে কারাদণ্ড এবং শাস্তির বিধান রয়েছে৷

https://p.dw.com/p/2eOl8
Taiwan 14. jährliche LGBT Pride Parade
ছবি: picture-alliance/dpa/R. B. Tongo

মালয়েশিয়ার সরকার সমকামিতা রুখতে অভিনব এক উদ্যোগ নিয়েছে৷ একটি ভিডিও প্রতিযোগিতার আয়োজন করেছে তারা৷ ভিডিওটি হতে হবে সমকামিতার বিপক্ষে বা সমকামিতার বিরুদ্ধে সচেতনতা বাড়ায় এমন৷ যার ভিডিও সেরা নির্বাচিত হবে, সেই প্রতিযোগী পাবেন এক হাজার মার্কিন ডলার পুরস্কার৷ 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জনগণকে এ ধরণের ভিডিও পোস্ট করার আমন্ত্রণ জানানো হয়েছে৷ সেখানে বলা হয়েছে সমকামী, ট্রান্সজেন্ডার– এদের ‘জেন্ডার আইডেনটিটি ডিজঅর্ডার' রয়েছে, এমনকি যেসব মেয়ে ‘টম বয়' ধরণের, তাদের লিঙ্গ পরিচিতির বিষয়ে কীভাবে সচেতন করা যায়, সে সম্পর্কিত ভিডিও পাঠাতে বলা হয়েছে৷ চলতি বছরের আগস্ট পর্যন্ত প্রতিযোগিতায় অংশ গ্রহণের সময় বেঁধে দেয়া হয়েছে৷ এই থিমের উপর ভিত্তি করে যৌনমিলন ও ইন্টারনেট নিয়েও ভিডিও করা যেতে পারে বলে উল্লেখ করা হয়েছে ওয়েবসাইটে৷ এছাড়া যৌনস্বাস্থ্য সম্পর্কে ভিডিও চাওয়া হয়েছে৷

মালয়েশিয়ার স্বাস্থ্য উপমন্ত্রী অবশ্য সংবাদ সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, এটা কোনো বিশেষ গোষ্ঠীকে লক্ষ্য করে আয়োজন করা হয়নি৷ বরং অপ্রাপ্তবয়স্ক ও প্রাপ্তবয়স্কদের মধ্যে যৌন স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতেই এই ‘সৃজনশীল' প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে৷

তবে মালয়েশিয়ার সমকামী অধিকার কর্মীরা এমন প্রতিযোগিতা আয়োজনের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছেন, এই প্রতিযোগিতা দেশের এলজিবিটি সম্প্রদায়ের মনে ভীতি আরও বাড়িয়ে দেবে৷ তাঁরা এমনিতেই অনেক মানুষের অসহিষ্ণুতার শিকার৷ মালয়েশিয়ার অন্যতম পরিচিত এলজিবিটি অ্যাকটিভিস্ট নিশা আইয়ূব জানালেন, ‘‘এই প্রতিযোগিতার মাধ্যমে সরকার মানুষের মনে এই সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা আর বৈষম্যের বীজ বুনছে৷ মালয়েশিয়ার আইনে সমকামিতা শাস্তিযোগ্য অপরাধ৷

এপিবি/এসিবি (এএফপি, রয়টার্স)