1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আরব আইডল’ আসাফ

১০ জুলাই ২০১৩

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যেতে পারে তাঁকে৷ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রপতির আলোচনাতেও উঠে আসে তাঁর নাম৷ তিনি মোহাম্মেদ আসাফ৷ ‘আরব আইডল’ হয়ে তিনি এখন ফিলিস্তিনের সবচেয়ে বড় তারকা!

https://p.dw.com/p/194fF
ছবি: picture-alliance/dpa

রাস্তায় বের হলে তাঁকে ঘিরে জমে যায় শত লোকের ভিড়৷ সেদিন গাজায় একটা কনসার্ট হলো৷ যে গানগুলো গেয়ে ‘আরবের সেরা' হয়েছিলেন, সেখানেও সেই গানগুলোই গেয়েছেন আসাফ৷ দর্শকের চাপে মঞ্চ ভেঙে পড়ার অবস্থা হয়েছিল৷ গাজার খান ইউনিস শরণার্থী শিবিরে বড় হওয়া আসাফের বেশির ভাগ কনসার্টই হয় বিনা টিকিটের৷ সেগুলোতে তো মানুষের ঢল নামেই, এমনকি টিকিটের মূল্য সর্বনিম্ন ৪৫০ শেকেল, অর্থাৎ ১২৩ ডলার ধরা হলেও দু'দিনের মধ্যেই ফুরিয়ে যায় টিকিট৷ আসাফ এখন কত বড় তারকা, ভাবুন!

Ramallah Arab Idol Assaf Konzert Freude
আসাফের কনসার্টে মানুষের ঢলছবি: Reuters

ফিলিস্তিনি বাবা-মায়ের সন্তান আসাফের জন্ম মিশরের মিসরাতায়৷ তবে ফিলিস্তিনে আসাফ শরণার্থী শিবিরের প্রতিটি মানুষের স্বপ্নের নায়ক৷ বিশ্বের অনেক বিখ্যাত লোকের কাছেও তিনি পাচ্ছেন নায়কের মর্যাদা৷ সম্প্রতি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে আলোচনার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জানান, গুরুত্বপূর্ণ এ আলোচনায় মোহাম্মেদ আসাফকে নিয়েও কথা হয়েছে৷ ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সভাপতি সেপ ব্লাটার তো শুনিয়েছেন চমকে দেয়ার মতো খবর৷ আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে নাকি থাকতে পারে মোহাম্মেদ আসাফের গান!

আসাফ এ মুহূর্তে ফিলিস্তিনের বড় বড় রাজনৈতিক নেতাকেও ম্লান করে দিয়েছেন জনপ্রিয়তায়৷ ক'দিন আগে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহ৷ আর সেদিনই ‘আরব আইডল' হয়েছেন মোহাম্মেদ আসাফ৷ রামি হামদাল্লাহ নন, সেদিন সংবাদ শিরোনামে ছিলেন আসাফ৷ এর কারণটা জানালেন ফিলিস্তিনের তথ্য প্রতিমন্ত্রী মাহমুদ খালিফা৷ বললেন, ‘‘রাজনীতিকে আজকাল মানুষ রাজনীতিবিদদের হাতেই ছেড়ে দিয়েছে৷ আসলে ফিলিস্তিনিরা এখন আনন্দে থাকতে চান৷ তাই তো আজ সব জায়গায়, সংবাদ শিরোনামে মোহাম্দেদ আসাফ৷''

এসিবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য