1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৬৩৮ জন সংসদ সদস্য!

৯ জানুয়ারি ২০১৪

বাংলাদেশের জাতীয় সংসদে ৩০০টি আসন হলেও এ মুহূর্তে সংসদ সদস্য ৬৩৮ জন৷ এ নিয়ে ফেসবুকে একজন আক্ষেপ করে লিখেছেন, সংঘাত আর অনিঃশেষ দ্বন্দ্বের পথ ছেড়ে এঁরা যদি, ‘আগুনে পুড়ে যাওয়া পরিবারগুলোর পাশে দাঁড়াত!'

https://p.dw.com/p/1AnxQ
ছবি: picture-alliance/Dinodia Photo

৫ই জানুয়ারির নির্বাচনে ৩০০ আসনের মধ্যে নির্বাচিত ২৯০ জন সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা হয়েছে৷ গেজেট প্রকাশের পর ২৮৩ জন সংসদ সদস্য শপথও নিয়েছেন৷ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২৮৩ জন সংসদ সদস্যকে শপথ পড়ান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী৷ আগের সংসদ ভেঙে না দেওয়া পর্যন্ত সংসদে বিএনপি-র নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের নির্বাচিত নেতাদেরও সদস্যপদ বহাল থাকবে৷ এ পরিস্থিতিতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ক্যানাডা প্রবাসী সাংবাদিক সওগাত আলী সাগর৷ মজা করে দেয়া স্ট্যাটাসে বুধবার তিনি লিখেছেন, ‘কাল থেকে আমাদের এমপি হবে ৬৩৮ জন! বাহ! কী চমৎকার! প্রতি আসনে দুই জন করে এমপি!' এ বিষয়ে টেলিফোনে কথা বলা হয়েছে বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী শাহদিন মালিকের সঙ্গে৷ তিনি জানান, বিগত সংসদ ভেঙে দেয়ার আগ পর্যন্ত নবম সংসদের বহাল সদস্যপদগুলো বহালই থাকবে৷

Bangladesch Shirin Sharmin Chowdhury
জাতীয় সংসদে বৃহস্পতিবার ২৮৩ জন সংসদ সদস্যকে শপথ পড়ান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীছবি: DW/M. Mamun

বাংলাদেশের মতো দেশে সংসদে প্রায় দ্বিগুণ সদস্য থাকা নিঃসন্দেহে তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দেয়ার মতো বিষয়৷ সওগাত আলী সাগরের স্ট্যাটাসেও তাই অনেকেই মন্তব্য করেছেন৷ শুরুতেই সাজ্জাদ হোসেন লিখেছেন, ‘‘গণতন্ত্রের সংজ্ঞা বদলে যাচ্ছে৷ এখনকার গণতন্ত্র এমপিদের গণতন্ত্র, এমপিদের জন্য গণতন্ত্র এবং এমপিদের দ্বারা গঠিত গণতন্ত্র৷'' লুৎফুন নাহার লতা এর মাঝেই রাজনীতিবিদদের মধ্যে ঐক্য কল্পনা করেছেন, তিনি লিখেছেন, ‘‘বাহ, এই ৬৩৮ জন যদি একসাথে আগুনে পুড়ে যাওয়া পরিবারগুলোর পাশে দাঁড়াত!'' জবাবে এমন স্বপ্ন বাংলাদেশে কখনোই পূরণ হবার নয়, এ কথা সরাসরি লিখে জানিয়েছেন সাগর৷ তাঁর ভাষায়, ‘‘সেটা কখনোই হবে না৷ এরা পলিটিশিয়ান৷''

সাইফুল মুন্নার ধারণা বৃহস্পতিবারের মধ্যেই সরকারের তরফ থেকে আগের সংসদ ভেঙে দেয়া হতে পারে৷ তবে তেমন কোনো ঘোষণা বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটা পর্যন্ত আসেনি৷ তাই ৬৩৮ জন সংসদ সদস্য আছেন ধরে নিয়েই একজন লিখেছেন, ‘‘এবার উন্নয়নের গতিও ডাবল হয়ে যাবে৷'' কয়েস আহমেদ বকুল মনে করেন, ‘‘এমন কিছু হবে না যা আমাদের দ্বিধায় ফেলবে বা লজ্জা দেবে৷'' তবে ফখরুল আলম লিখেছেন, ‘‘প্রতি সিটে ২ জন করে এমপি-র কারণে গিনেস বুক অব রেকর্ডসে বাংলাদেশের নাম পুনরায় উঠবে, এটাও কম কি!'' শরিফুল ইসলাম মনে করেন, ‘‘এমপি যত বেশি হবে সরকার তত শক্তিশালী হবে৷'' তাঁর কথায় বিদ্রুপের ছোঁয়া পরিষ্কার৷ বিদ্রুপে অবশ্য আফসার উদ্দিন সবাইকে ছাড়িয়ে গেছেন৷ তিনি লিখেছেন, ‘‘হবু চন্দ্র রাজার গবু চন্দ্র পারিষদ৷''

সংকলন : আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা : দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য