1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানালেন গুডলাক

১৯ এপ্রিল ২০১১

নাইজেরিয়ার বিজয়ী প্রেসিডেন্ট গুডলাক জনাথন অপ্রয়োজনীয় এবং পরিহারযোগ্য দাঙ্গা বন্ধে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন৷ শনিবারের নির্বাচনে জনাথন এর জয়ের খবরে সেদেশের উত্তরাঞ্চলে সহিংসতা ছড়িয়ে পড়ে৷

https://p.dw.com/p/10vtA
গুডলাক জনাথনছবি: AP

নির্বাচনের সর্বশেষ ফলাফল

সোমবার দিনের শেষে নাইজেরিয়ার স্বাধীন নির্বাচন কমিশন জানিয়েছে, গুডলাক জনাথন এর পক্ষে ভোট পড়েছে ২২ দশমিক পাঁচ মিলিয়ন৷ অন্যদিকে, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহামাদু বুহারির পক্ষে ভোট পড়েছে ১২ দশমিক দুই মিলিয়ন৷ নির্বাচনে ৫৭ শতাংশ ভোট পাওয়ায় জনাথনকে বিজয়ী ঘোষণা করেছেন নির্বাচন কমিশন৷

ভোট-জাল এর অভিযোগ

বিরোধীদের দাবি নির্বাচনে ব্যাপক ভোট-জাল করা হয়েছে৷ এই নিয়ে সেদেশের উত্তরাঞ্চল মোটামুটি রণাঙ্গনে রূপ নিয়েছে৷ উত্তরের কেনো শহরে জনাথন এর পোস্টার আছে এমন সব বাড়িতে অগ্নিসংযোগ করেছে উত্তেজিত জনতা৷ বিশেষ করে তরুণরা সেখানকার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবং বুহারির পক্ষে শ্লোগান দিচ্ছে৷ অপর শহর কাডুনায় নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৪ ঘণ্টা সান্ধ্য আইন জারি করা হয়েছে৷ সেখানে পুলিশের সঙ্গে তরুণ বিক্ষোভকারীদের একাধিক সংঘর্ষের খবর শোনা গেছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও গুলি করেছে পুলিশ৷

রাজনৈতিক নেতাদের অবস্থান

গণতান্ত্রিক দল পিডিপি'র প্রধান এবং বিজয়ী প্রেসিডেন্ট গুডলাক জনাথন, সবাইকে সহিংসা পরিহার করে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন৷ এক বিবৃতিতে তিনি জানান, নির্বাচনের পর দেশের কিছু অংশে বিক্ষিপ্ত সংঘর্ষের খবর আমি ব্যথিত৷ আমি এসবের সঙ্গে সম্পৃক্তদের প্রতি অনুরোধ করছি, আপনারা এই অপ্রয়োজনীয় এবং পরিহারযোগ্য দাঙ্গা বন্ধ করুন৷

তিনি বলেন, আমি আমাদের রাজনৈতিক নেতাদের বিশেষ করে, যারা নির্বাচনে অংশ নিয়েছেন, তাদেরকে অনুরোধ করছি, দেশের স্থিতিশীলতা, শান্তি এবং সমৃদ্ধির স্বার্থে আপনারা আপনাদের সমর্থকদের সহিংসার পথ সরে আসতে বলুন৷

আন্তর্জাতিক সমাজ-এর প্রতিক্রিয়া

আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নাইজেরিয়ার নির্বাচন যুক্তিসংগতভাবে অবাধ এবং মুক্ত হয়েছে বলে জানিয়েছেন৷ তবে, রেড ক্রস জানিয়েছে, সেদেশের উত্তরাঞ্চলে পুলিশের সঙ্গে সংঘর্ষে অনেক মানুষ নিহত হয়েছে বলে তারা মনে করছে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: ফাহমিদা সুলতানা