সবসময় ফেসবুক ব্যবহার করছি আর পাচ্ছি তাজা খবর | পাঠক ভাবনা | DW | 27.04.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

সবসময় ফেসবুক ব্যবহার করছি আর পাচ্ছি তাজা খবর

সুপ্রিয় বন্ধুরা, এসএসসি পরীক্ষাসহ বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষার পর আবার আপনাদের মাঝে ফিরতে পেরে আনন্দবোধ করছি৷ কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন৷ আমিও আপনাদের সবার দোয়ায় ভাল আছি৷

এখন থেকে প্রতিদিন আবারও নিয়মিত যোগাযোগ হবে৷ আমার জন্য সবাই দোয়া করবেন৷

২৬ তারিখের সমাজ জীবন পাতায় ‘‘বার্লিনে নৃশংস হামলা সত্ত্বেও অপরাধী মুক্ত'' শিরোনামে প্রতিবেদনটি পড়ে আমি বিস্মৃত হলাম৷ আমরা জানি বাংলাদেশে একটি দুর্নীতিগ্রস্ত দেশ৷ যদি এটি বাংলাদশে হতো তাহলে আমার কিছুই বলার ছিল না৷ কিন্তু আমরা জানি সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য জার্মানরা গর্ব করে থাকেন৷ একজন নারী গভীর রাতেও জার্মানির রাস্তায় একা চলাচল করতে পারেন, যেটা আমাদের দেশে একেবারেই অসম্ভব ব্যাপার৷ অথচ সেই জার্মানিতে একের পর এক নৃশংস ঘটনা ঘটে চলেছে যা আমাদেরকে মর্মাহত করেছে৷ আমরা চাই জার্মানির মত উন্নত দেশের অনুগামী হতে তাকে অন্যায় ও নৃশংসতার উদাহরণ হিসাবে দেখাতে নয়৷ আমরা চাই সারা বিশ্ব হোক মানবতাবাদী, সাম্যের পক্ষে, সুশৃঙ্খল পৃথিবীবাসী৷ মোঃ ওবায়দুল্লাহ পিন্টু রেইনবো শ্রোতা সংঘ আমলা, মিরপুর, কুষ্টিয়া৷

কিছুদিন হলো ব্যক্তিগতভাবে ব্যাপক সমস্যায় আছি তাই ঠিকমতো যোগাযোগ করতে পারছিনা তবে অনুষ্ঠান মাঝে মাঝে শুনছি৷ খালিদ হাসান, আজমপুর, কুষ্টিয়া৷

আপনারা কেমন আছেন? আমরা অনেক ভাল আছি? মিডিয়াম ওয়েভে অনুষ্ঠান শুনছি, মোটামোটি ভাল শোনা যাচ্ছে৷ আপনাদের ওয়েব সাইট নিয়মিত ভিজিট করছি৷ তাছাড়া সবসময় ফেসবুক ব্যবহার করছি আর পাচ্ছি তাজা খবর৷ সঙ্গে সঙ্গে মন্তব্য করে আমাদের মনের কথা জানিয়ে দিচ্ছি৷ প্রতিবেদনগুলি খুব ভাল৷ রক্তদুষ্টি সমন্ধে যে প্রতিবেদন তা আমাদের খুব ভাল লেগেছে৷ আশাকরি স্বাস্থ্য বিষয়ক খবরাখবর বেশি বেশি প্রকাশ করবেন৷ কারণ আমি একজন মেডিকেলের ছাত্র৷ দোয়া করবেন যেন আমার ক্লাবকে আমি এগিয়ে নিতে পারি৷ মোঃশাহিনুর আলম, পীস রেডিও ক্লাব, বড়চাপড়া, আলতাফনগর, বগুড়া৷

আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইলো৷ দেখতে দেখতে ২০১১ সালের চার মাস পার হতে চললো৷ তাই আমরা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা আর বিলম্ব না করে আগামী মাসের মধ্যে ২০১০ সালের শ্রেষ্ঠ ক্লাব ও কর্মমুখরক্লাব যাচাই বাছাই করে ফলাফল ঘোষণা করুন৷ ২০১১ সালের শ্রেষ্ঠ তিনটি ক্লাবকে তিনটি ল্যাপটপ পুরস্কার দেয়ার জোর প্রস্তাব করছি৷ বর্তমানে ল্যাপটপের মূল্য ১৫/১৬ হাজার টাকা অর্থাৎ একটি গ্রুনডিগ রেডিওর সম পরিমাণ মূল্য৷ তাই এই বিষয়টি একটু বিবেচনা করে এখন থেকে মোবাইল ফোনের পাশাপাশি ল্যাপটপ পুরস্কার দিলে ডয়চে ভেলের প্রচার পরিচিতি আরো বৃদ্ধি পাবে৷ এবং সেই সঙ্গে ক্লাব সদস্য/সদস্যাদের অনেক কাজে আসবে৷ আর হ্যাঁ গত বারের মত সবাইকে আইপড পুরস্কার দিয়ে বিড়ম্বনায় ফেলবেন না৷ আপনারা যখন এফএম মিডিয়াম ওয়েভের পাশাপাশি অনলাইন পরিসেবা চালু করতে যাচ্ছেন তখন ল্যাপটপের মত পুরস্কার দিতে ডয়চে ভেলের অসুবিধা কোথায়? এই বিষয়টি নিয়ে আলোচনা করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে বাধিত করবেন৷ মোঃমোখলেসুর রহমান, বাংলাদেশ ডিএক্স ক্লাব ইন্টারন্যাশনাল, খাদিমপুর বাজার, কুষ্টিয়া৷

আমাকে বিশেষ ধাঁধায় রেডিও বিজয়ী হিসেবে নাম ঘোষণার জন্য ডয়চে ভেলের সবাইকে ভালবাসা, ধন্যবাদ ও অভিন্দন জানাই৷ ফায়ছাল আহমেদ, রায়পুর, অর্জুনপাড়া, বাগমারা, রাজশাহী৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা:আবদুল্লাহ আল-ফারূক