1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সবচেয়ে বেশি জাল করা চলচ্চিত্র ‘অবতার’

২২ ডিসেম্বর ২০১০

এই বিদায়ী ২০১০ সালে সবচেয়ে বেশি জাল হয়েছে যে-ছবির কপি তার নাম ‘অবতার’৷ ফিল্ম শেয়ারিং ব্লগ টরেন্টফ্রিক এই তথ্য জানিয়েছে৷ চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বেশি টরেন্টের ওয়েবসাইট থেকে ছবিটি ডাউনলোড করা হয়েছে৷

https://p.dw.com/p/zoIA
ছবি: 20th Century Fox

গত বছরে জাল করা ছবির শীর্ষে ছিল ‘স্টার ট্রেক'৷ এই ছবিটির চেয়ে শতকরা ৩৩ ভাগ বেশি ডাউনলোড করা হয়েছে ‘অবতার'৷ টরেন্টফ্রিক জানিয়েছে, ১৬.৬ মিলিয়ন বার ছবিটি ডাউনলোড করা হয়েছে৷ আর গত বছর ‘স্টার ট্রেক' ডাউনলোড করা হয়েছিল ১১ মিলিয়ন বার৷

বিশ্বব্যাপী বক্স অফিসে ছবিটি থেকে আয় হয়েছে ২.৮ বিলিয়ন ডলার৷ কোন চলচ্চিত্র থেকে এটিই সর্বাধিক আয়৷ প্রাথমিকভাবে আর যে তথ্যটি জানা গেছে তা হচ্ছে, ডিভিডি বিক্রিতেও রেকর্ড ছাড়িয়ে গেছে ‘অবতার'৷

Avatar
‘অবতার’ ছবির একটি দৃশ্যছবি: 2009 Twentieth Century Fox

তবে আশ্চর্যজনকভাবে শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানটি দখল করেছে ‘কিক-অ্যাস'৷ টরেন্ট ওয়েব সাইট থেকে এই ছবিটি ডাউনলোড করা হয়েছে ১১.৪ মিলিয়ন বার৷ আর বক্স অফিসে ‘কিক-অ্যাস'-এর রোজগার ৯৬ মিলিয়ন ডলার৷ অন্যদিকে ‘ইনসেপশন' ছবিটি ডাউনলোড করা হয়েছে ৯.৭ মিলিয়ন বার, ‘শাটার আইল্যান্ড' ৯.৫ মিলিয়ন বার এবং ‘আয়রন ম্যান টু' ডাউন লোড করা হয়েছে ৮.৮ মিলিয়ন বার৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক