1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সবচেয়ে প্রভাবশালীদের তালিকায় নয় ভারতীয়

৪ মে ২০১০

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং আর ক্রিকেট তারকা শচিন তেণ্ডুলকার অ্যামেরিকার টাইম ম্যাগাজিনের ২০১০ সালের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় স্থান পেয়েছেন৷ এই তালিকায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্থান চতুর্থ৷

https://p.dw.com/p/NDnL
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংছবি: picture-alliance/Bildfunk

২০১০ সালের এই তালিকায় সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে প্রথম দিকেই রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, ফুটবল তারকা ডিডিয়ে ড্রগবা এবং গায়িকা লেডি গাগা৷ সবচেয়ে প্রভাবশালী নেতাদের তালিকায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্থান চতুর্থ৷ আর এই তালিকাতেই ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং আছেন ১৯ নম্বরে৷

সবচেয়ে প্রভাবশালীদের তালিকাকে টাইম ম্যাগাজিন নেতা, শিল্পী, ভাবুক এবং হিরো এই চারটি ভাগে ভাগ করেছে৷ মনমোহন সিং এবং তেণ্ডুলকার ছাড়াও আরও সাতজন ভারতীয়কে স্থান দিয়েছে টাইম৷ তাঁদের মধ্যে বিখ্যাত চোখের ডাক্তার পেরুমালস্বামী নামপেরুমালস্বামী, সমাজসেবক সঞ্জিত বুকার রায়, লেখক চেতন ভগৎ, ভারতীয়-মার্কিন চিকিৎসক ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অতুল গোয়াণ্ডে, টরেন্টোর নামী প্যারামেডিক রাহুল সিং এবং বায়োটেকনোলজি উদ্যোক্তা কিরণ মজুমদার শ৷ ১০০ জনের এই তালিকায় রয়েছে ঐশ্বরিয়া রাই বচ্চনের নামও৷

ক্ষমতাধরদের এই তালিকায় নাম রয়েছে আর এক ভারতীয় নারীর৷ তিনি পেপসি কোম্পানির প্রধান কর্মকতা ইন্দ্রা নুই৷৷ টাইম ম্যাগাজিনে প্রকাশিত এক নিবন্ধে তিনি লিখেছেন, ‘‘ভারত আজ বৈশ্বিক প্রবৃদ্ধির এক গুরুত্বপূর্ণ চালিকাশক্তি, বিশ্বের নিরাপত্তা ক্ষেত্রে এক প্রধান সহযোগী এবং গণতান্ত্রিক অগ্রগতির এক মডেল৷ আরও গুরুত্বপূর্ণ হল এই যে, সিং এই অগ্রগতিটাকে নিশ্চিত করছেন৷ অর্থনৈতিক অগ্রগতিইই যে দারিদ্র্য দূর করার সেরা কর্মসূচি এটা তিনি বোঝেন৷''

টাইম ম্যাগাজিনের সেরা নেতাদের তালিকায় প্রথম তিনজন হলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, তাইওয়ানের কম্পিউটার নির্মাতা এসার কোম্পানির প্রধান নির্বাহী জেটি ওয়াং এবং মার্কিন সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফ'এর চেয়ারম্যান অ্যাডমিরাল মাইক মালেন৷

প্রতিবেদক : আসফারা হক

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক