1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সপ্তম সংশোধনী বাতিলের খবর জানতেনইনা রিট আবেদনকারী

২৮ আগস্ট ২০১০

এরশাদের শাসনামল অবৈধ ঘোষণা করে হাইকোর্ট বৃহস্পতিবার যে রায় দিয়েছে সেটার একটা ফলোআপ দেয়ার চেষ্টা করেছে কয়েকটি পত্রিকা৷ তবে এই রায় নিয়ে একটা অবাক করা তথ্য দিয়েছে ডেইলি স্টার৷

https://p.dw.com/p/OyFk
ছবি: DW

তারা বলছে, যে ব্যক্তির রিট আবেদনের কারণে এত বড় একটা ঘটনা ঘটে গেল সেটা সম্পর্কে কোন ধারণাই ছিলনা ঐ ব্যক্তির৷ বৃহস্পতিবার ঐ রায়ের খবর সারাদেশের মানুষ জানলেও সেই রিট আবেদনকারী ব্যাপারটি শুনেছেন গতকাল৷ তাও সাংবাদিকদের কাছ থেকে! ডেইলি স্টার এই বিষয়টিকেই আজকে তাদের প্রধান প্রতিবেদন করেছে৷ অবশ্য সমকালেও ছোট্ট করে খবরটি ছাপা হয়েছে৷

অন্যান্য খবর

প্রথম আলোর প্রধান শিরোনাম ‘দণ্ডবিধি অনুযায়ী এরশাদের বিচার এখনই সম্ভব'৷ বিশ্লেষণধর্মী প্রতিবেদন এটা৷ এছাড়া প্রথম আলোর সম্পাদকের একটি মন্তব্য প্রতিবেদন আছে এটা নিয়ে৷ যার শিরোনাম ‘এরশাদের শেষ ষড়যন্ত্র'৷ সমকালের প্রধান শিরোনাম ‘আগাম জামিন নিতে উচ্চ আদালতে ভিড়'৷ এর মধ্যে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীই বেশি বলে জানাচ্ছে পত্রিকাটি৷ কারণ তাঁদের ধারণা, নিম্ন আদালতে তাঁরা জামিন পাবেন না৷ কালের কন্ঠের শিরোনাম ‘২১ আগস্ট গ্রেনেড হামলা প্রসঙ্গে ডিউক: হাওয়া ভবনের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো'৷ ডিউক হলো খালেদা জিয়ার ভাগ্নে৷ গোয়েন্দাদের তিনি এ কথা বলেছেন বলে জানাচ্ছে কালের কন্ঠ৷ বিডিনিউজ২৪ ডটকমের একটি শিরোনাম ‘উদ্বোধনের এক বছরেও নজরুল কমপ্লেক্সের দ্বার খোলেনি'৷ আর ইত্তেফাকের শিরোনাম ‘পানি সম্পদ ব্যবস্থাপনায় একসঙ্গে কাজ করবে ভারত'৷ পত্রিকাটি বলছে, বাংলাদেশ দীর্ঘদিন থেকে এ বিষয়ে ভারতকে প্রস্তাব দিয়ে আসলেও এতদিন ভারত একরকম নিশ্চুপই ছিল৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম