1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেলজিয়াম এখনো সতর্কাবস্থায়

২৪ নভেম্বর ২০১৫

কথিত সন্ত্রাসীকে পায়নি পুলিশ৷ তবে সন্ত্রাসী হামলার শঙ্কাও কাটেনি৷ তাই ব্রাসেলস এখনো সর্বোচ্চ সতর্কাবস্থায়৷ নিজেদের নাগরিকদের নিরাপদে রাখতে যুক্তরাষ্ট্রও নিয়েছে বিশেষ পদক্ষেপ৷

https://p.dw.com/p/1HB8f
Belgien Sicherheitsmaßnahmen in Brüssel
ছবি: Reuters/Y. Herman

A Visit to the 'Jihadist Stronghold'

গত ১৩ নভেম্বরের প্যারিস হামলায় জড়িত সন্দেহে বেলজিয়ামে জন্ম নেয়া মুসলিম যুবক সালাহ আব্দেসসালামকে খুঁজছে বেলজিয়ামের পুলিশ৷ যে কোনো মুহূর্তে প্যারিসের মতো ভয়াবহ হামলা হতে পারে এ আশঙ্কায় গোটা দেশই এখন সতর্কাবস্থায়৷ রাজধানী ব্রাসেলসে সর্বোচ্চ ৪ নম্বর সতর্কতা সংকেত রয়েছে চারদিন ধরে৷

ফলে এখনো অবরুদ্ধ ব্রাসেলস৷ জনজীবন এখনো স্বাভাবিক হয়নি৷ শহর জুড়ে চার নম্বর সতর্কতা সংকেত, পুলিশি টহল, মেট্রো রেল, স্বুল-বিশ্ববিদ্যালয় এবং বেশ কিছু অফিস-আদালতও যেখানে বন্ধ, সেখানে এত তাড়াতাড়ি স্বাভাবিকতা ফিরবেই বা কী করে!

তবে ধীরে ধীরে জনগণকে স্বাভাবিক জীবনযাত্রায় ফেরানোর উদ্যোগ নেয়া হচ্ছে৷ বুধবার থেকে সব স্কুল খুলবে৷ মেট্রোরেলও চলবে বুধবার থেকে৷

ওদিকে প্যারিসে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে একটি খবর৷ সন্ত্রাসীরা বুকে আত্মঘাতী বোমা বাঁধতে যে বেল্ট ব্যবহার করছে সেরকম একটি বেল্ট পাওয়া গেছে৷ প্যারিসের এক ডাস্টবিনে পাওয়া যায় আত্মঘাতী বোমা বাঁধার বেল্টটি৷ বেল্টটি পলাতক সন্ত্রাসী সালেহ আব্দেসসালামের শরীরের মাপের৷ ফলে সন্ত্রাসী আব্দেসসালাম প্যারিস বা আশপাশেই থাকতে পারে এমন আশঙ্কা জনমনে আতঙ্ক বাড়িয়েছে৷

যুক্তরাষ্ট্র অবশ্য সন্ত্রাসী হামলার আশঙ্কায় শুধু বেলজিয়াম বা ফ্রান্সই আছে বলে মনে করেনা৷ বিশ্বের যে কোনো প্রান্তে যখন-তখন সন্ত্রাসীরা হামলা চালাতে পারে বলেই তাদের আশঙ্কা৷ বিশেষ করে নিজেদের নাগরিকদের নিরাপত্তা যে কোনো দেশেই বিঘ্নিত হতে পারে বলে দেশটি মনে করছে৷ তাই নাগরিকদের বিশ্বের যে কোনো দেশে যাতায়াতের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে বলেছে যুক্তরাষ্ট্র৷

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য