1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সন্ত্রাসী হামলায় বিশ্ববিদ্যালয়ে ছাত্র খুন

১৭ এপ্রিল ২০১০

বৃহস্পতিবার রাতে তিনি বিশ্ববিদ্যালয়ের স্টেশন চত্বরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হন৷ চট্টগ্রাম মেডিকাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মারা যান৷ এই নিয়ে দুই মাসে এই বিশ্ববিদ্যালয়ে তিনজন ছাত্র খুন হলেন৷

https://p.dw.com/p/Myol
ছাত্র সংঘর্ষের ফাইল ফটোছবি: AP

ডেইলী স্টার, প্রথম আলো, ইত্তেফাক, বিডি নিউজ টোয়েন্টি ফোর সহ প্রায় সবগুলো পত্রিকার শিরোনামেই উঠে এসেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র খুনের খবরটি৷ হিসাব বিজ্ঞান দ্বিতীয় বর্ষের ছাত্র ও ছাত্রলীগের কর্মী মো. আসাদুজ্জামান সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন৷ বৃহস্পতিবার রাতে তিনি বিশ্ববিদ্যালয়ের স্টেশন চত্বরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হন৷ চট্টগ্রাম মেডিকাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মারা যান৷ এই নিয়ে দুই মাসের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ে তিনজন ছাত্র খুন হলেন৷ আসাদুজ্জামান নিহত হবার ঘটনায় সরকার সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগ অবরোধ ডেকেছে৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিনদিন ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে৷

ভোলার নির্বাচনকে টেস্ট কেস হিসেবে দেখছে বিএনপি

ভোলা-৩ আসনের উপনির্বাচন নিয়ে উত্তেজনা অব্যাহত রয়েছে৷ সরকার ভোলা-৩ আসনের উপনির্বাচনকে প্রভাবিত করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন৷ তিনি বলেন, এ নির্বাচনকে একটি টেস্ট কেস হিসেবে দেখছে বিএনপি৷ শুক্রবার ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এ অভিযোগ করেন৷ জবাবে আওয়ামী লীগ নেতা তোফয়েল আহমেদ বলেছেন, নির্বাচনে হারবে জেনে বিএনপি নির্বাচন বানচালের পাঁয়তারা করছে৷

সেনা মোতায়েনের দাবি নাকচ

এদিকে ভোলা-৩ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের বিএনপির দাবি নাকচ করে দিয়েছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন৷ তিনি বলেন, একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে সেনাবাহিনী মোতায়েনের দাবি করা হয়েছে৷ এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচনী এলাকার দুই উপজেলায় আরো ব়্যাব মোতায়েন করা হবে কিন্তু সেনাবাহিনী নয়৷

অভিযোগ প্রমাণ করা যাবে না: নিজামী

জামায়েতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর একটি বক্তব্যকে এভাবেই শিরোনাম করেছে বিডি নিউজ টোয়েন্টি ফোর৷ বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করলেও জামায়াতে ইসলামীর কোনো নেতার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা যাবে না বলে দাবি করেছেন নিজামী৷ যে আইনের আওতায় একাত্তরের বিচারে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, সে আইনকেও কালো আইন বলে আখ্যায়িত করেছেন নিজামী৷ একাত্তরে মানবতার বিরুদ্ধে অপরাধ তদন্তে গত মার্চে ট্রাইব্যুনাল গঠন করে সরকার৷ তদন্ত সংস্থা ইতোমধ্যে কাজও শুরু করেছে৷

প্রতিবেদক: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী