1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সন্ত্রাসী হামলার হুমকিতে সিঙ্গাপুরে নিরাপত্তা জোরদার

৫ মার্চ ২০১০

মালাক্কা প্রণালীতে তেল ট্যাংকারের ওপর সন্ত্রাসী হামলার হুমকির পর শুক্রবার সিঙ্গাপুরের সার্বিক নিরাপত্তা সতর্কতা বাড়ানো হয়েছে৷ জোরদার করা হয়েছে সমুদ্রবন্দর, বিমানবন্দরসহ ক্যাসিনো ও অন্যান্য স্থাপনার নিরাপত্তা৷

https://p.dw.com/p/ML8s
সিঙ্গাপুরের একটি নদী পথছবি: picture-alliance/ ZB

মালাক্কা প্রণালীতে চলাচলকারী তেল ট্যাংকারের ওপর হামলা আসতে পারে বলে সিঙ্গাপুরের নৌবাহিনীর হুঁশিয়ারির পর ইতোমধ্যেই সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া সমুদ্র চলাচলে বাড়তি সতর্কতা নিয়েছে৷

সুনির্দিষ্ট হুমকির কথা জানাতে না পারলেও নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, সন্ত্রাসবাদী ‘জামাহ ইসলামিয়া' কিংবা ‘আচেহ'র সন্ত্রাসী গোষ্ঠীগুলো এমন হামলার পরিকল্পনা করে থাকতে পারে৷

সিঙ্গাপুরের স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রী ওং কান সেং দেশটির পার্লামেন্টে বলেছেন, ‘‘আমরা এটা নাকচ করে দেব না৷ এই হুমকি বাস্তব এবং আমরা এ থেকে মুক্ত নই৷ আমাদের অবশ্যই এটা স্বীকার করতে হবে যে কোনো নিরাপত্তা ব্যবস্থাই সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়৷''

এই হামলার হুমকি সম্পর্কে সিঙ্গাপুর সরকারের প্রথম সরাসরি প্রতিক্রিয়ায় এই মন্ত্রী আরও বালেন, ‘‘আমরা আমাদের কৌশলগত অংশীদারদের কাছ থেকে এই গোয়েন্দা তথ্য পেয়েছি যে, সিঙ্গাপুরের জলসীমা দিয়ে মালাক্কা প্রণালীতে চলাচলকারী তেল ট্যাংকারের ওপর হামলার ষড়যন্ত্র চলছে৷''

এশিয়ার অন্যতম প্রধান বাণিজ্যকেন্দ্র সিঙ্গাপুরে এ ধরণের কোনো সন্ত্রাসী হামলায় এমনিতেই মন্দায় থাকা পুরো বিশ্ব অর্থনীতিই অস্থিতিশীল হয়ে উঠতে পারে৷ কেননা, এই মালাক্কা প্রণালী দিয়েই বিশ্ব বাণিজ্যের প্রায় ৪০ শতাংশ হয়ে থাকে৷

প্রতিবেদক : মুনীর উদ্দিন আহমেদ

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক