1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সন্ত্রাসী হামলার আশঙ্কায় জার্মানিতে কড়া নিরাপত্তা

১৮ নভেম্বর ২০১০

জার্মানির বিমানবন্দর এবং ট্রেন স্টেশনগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে৷ বেড়েছে গোয়েন্দা তৎপরতা৷ নভেম্বর মাসের শেষে জার্মানিতে সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে৷ তাই এই বাড়তি কড়াকড়ি৷

https://p.dw.com/p/QCBc
ট্রেন স্টেশনে নিরাপত্তা বেড়েছেছবি: picture alliance/dpa

হামলার আশঙ্কা ক্রিসমাস মার্কেটে

জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী টোমাস দেমেজিয়ার সুনির্দিষ্ট হামলার ষড়যন্ত্রের কথা জানিয়েছেন বুধবার৷ তবে কোথায়, কখন, কিভাবে এই হামলা হতে পারে সে বিষয়ে কোন ইঙ্গিত তিনি দেননি৷ জার্মান গণমাধ্যম অবশ্য দাবি করছে, ক্রিসমাস মার্কেটে কিংবা এধরনের জনপ্রিয় কোন আয়োজনে হামলার আশঙ্কা রয়েছে৷ এছাড়া, ২০০৮ সালে মুম্বাইয়ের সন্ত্রাসী হানার মতো একই ধরনের হামলার জার্মানিতে হবার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দারা৷

আল-কায়দা'র তৎপরতা

দৈনিক টাগেসস্পিগেলের এক প্রতিবেদনের বরাতে বার্তাসংস্থা ডিপিএ ও এএফপি জানাচ্ছে, গত সপ্তাহে মার্কিন গোয়েন্দারা জার্মান গোয়েন্দাদেরকে সম্ভাব্য সন্ত্রাসী হামলার কথা জানিয়েছেন৷ এই হামলা চালাতে দুই থেকে চারজন সম্ভাব্য জঙ্গিকে ব্রিটেন এবং জার্মানিতে পাঠাচ্ছে জঙ্গি গোষ্ঠী আল-কায়দা৷ মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী, আক্রমণকারীরা নভেম্বরের ২২ তারিখ ভারত কিংবা সংযুক্ত আরব আমিরাত হয়ে জার্মানিতে প্রবেশ করতে পারে৷

Bundespolizei / Flughafen Frankfurt / Terror
বিমানবন্দরে কড়া পাহারা (ফাইল ফটো)ছবি: AP

পুলিশ অবশ্য ইতিমধ্যেই পাকিস্তান, ভারত এবং সংযুক্ত আরব আমিরাতে জার্মান ভিসা প্রার্থীদের কাগজপত্র পরীক্ষা শুরু করেছে৷

ইলিয়াস কাশ্মীরি

বার্তা সংস্থাগুলো মূলত টাগেসস্পিগেলের প্রতিবেদনের বরাতেই সব খবর দিচ্ছে৷ সেখানে সন্দেহভাজন জঙ্গি হিসেবে উঠে এসেছে মোহাম্মদ ইলিয়াস কাশ্মীরি'র নাম৷ এবছরের শুরুর দিকে ভারতের পুনের একটি জার্মান বেকারিতে হামলার পেছনে এই আল-কায়দা সন্ত্রাসী জড়িত বলে সন্দেহ করা হয়৷ সেই হামলায় প্রাণ হারিয়েছিল ১৭ জন৷

হামলা ঠেকাতে সরকারের উদ্যোগ

সরকারের উদ্যোগ ব্যাপক৷ জার্মানির বিমানবন্দর এবং ট্রেন স্টেশনগুলোতে মেশিনগানসহ টহল দিচ্ছে পুলিশ৷ কেন্দ্রীয় ক্রিমিন্যাল পুলিশ ইতিমধ্যে সম্ভাব্য জঙ্গিদের টেলিফোনে আড়িপাতা এবং ই-মেলের তত্ত্বতালাশ শুরু করেছে৷ তাছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী টোমাস দেমেজিয়ার জানিয়েছেন, নিরাপত্তার খাতিরে নেপথ্যেও চলছে অনেক তৎপরতা৷ যা জনগণ দেখতে পাবে না৷

মন্ত্রী অবশ্য জনগণকে আশ্বস্ত করে বলেছেন, দুশ্চিন্তার কারণ থাকলেও আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সাগর সরওয়ার

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য