1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সন্ত্রাসবাদ নিয়ে ওবামার অবস্থানে খুশি দিল্লী

৭ নভেম্বর ২০১০

ভারতে বারাক ওবামা৷ শনিবার সারাদিন ভারতের বাণিজ্য রাজধানী মুম্বইতে ব্যস্ততায় কেটে গেল ওবামা মিশেলের৷ আজ বিকেলেই দিল্লী৷ সেখানে এক সম্রাজ্ঞীর প্রেমসৌধ হুমায়ূঁ কা মকবারাতে পা রাখবেন দম্পতি৷ রয়েছে আরও অনেক কিছু৷

https://p.dw.com/p/Q0hq
২৬/১১-তে নিহতদের স্মরণে গেস্টবুকে লিখছেন ওবামাছবি: AP

মাপা আবেগ কিন্তু ২৬/১১-র লড়াইয়ের প্রশংসা

ভারত আর অ্যামেরিকা কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে যাচ্ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে৷ সে লড়াই চলবে৷ ২৬/১১-র নিহতদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে মার্কিন রাষ্ট্রপতির ভাষণে শনিবারের মুম্বই শুনল অনেক দৃঢ়প্রত্যয়ের কথা৷ প্রথম কথাটাই খুব স্পষ্ট৷ ‘এসেছি বার্তা দিতে৷' তা, বার্তা দিলেনও৷ স্পষ্ট করে৷ বিশ্ব মানচিত্রে আগামী বছরগুলোতে ভারত যে কতটা প্রয়োজনীয়, কতটা গুরুত্বপূর্ণ একটা দেশ তার ইঙ্গিত পাওয়া গেল মার্কিন প্রেসিডেন্টের প্রতিটি কথায়, আচরণে৷ মোট ২০টি চুক্তি স্বাক্ষরিত হল৷ যাতে মোট হাজার কোটি মার্কিন ডলারের বিনিয়োগের তালিকা৷ চাকরি পাবেন ৫০ হাজার অ্যামেরিকান৷ আম্বানির সঙ্গে বিদ্যুৎ গ্যাস টার্বাইন নিয়ে ২২০ কোটি ডলারের চুক্তি৷ বোয়িং-এর কাছ থেকে ৩০টি বিমান কিনবে ভারতের স্পাইসজেট৷ সে চুক্তি ২৭০ কোটি ডলারের৷ প্রতিরক্ষা প্রযুক্তি হস্তান্তরে নিষেধাজ্ঞা তোলার প্রস্তাব৷ ইত্যাদি বহুকিছু হয়ে গেল শনিবারেই৷

আনন্দিত প্রতিক্রিয়া নতুন দিল্লীর

দিল্লী মার্কিন প্রেসিডেন্টের প্রথমদিনের কথাবার্তায় যথেষ্ট খুশি৷ খুশি, কারণ ওবামা পাকিস্তানের নাম উল্লেখ না করেও বেশ কড়া সুরে তাঁর বার্তা শুনিয়ে দিয়ে বলেছেন, সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে ভারতের পাশেই যুক্তরাষ্ট্রের অবস্থান৷ সেখানে কোনরকমের দ্বিধা নেই৷ সন্ত্রাসবাদ এবং তাকে মদত দেওয়া দুটোকেই চরম ঘৃণা করার মত প্রকাশ করতে বিন্দুমাত্র দ্বিধা করেন নি প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন প্রেসিডেন্ট৷ উল্লেখ করা দরকার, তাঁর ভারত সফর শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মুম্বই কান্ডের নতুন একটি ডসিয়ের ভারতের হাতে তুলে দিয়েছে ইসালামাবাদ৷ ‘ইসলামাবাদের সুরও এখন বেশ নরম', এমন মন্তব্য নতুন দিল্লীর রাজনৈতিক মহলে উড়ছে৷ ইসলামাবাদ চাইছে ভারতে একটি কমিশন পাঠাতে৷ যারা মুম্বই কাণ্ডের নাটের গুরুদের দ্রুত বিচারের কাজে সাহায্য করবে৷

Flash-Galerie Anschläge Mumbai Indien 2008
এই দৃশ্যের মোকাবিলায় অ্যামেরিকা ভারতের পাশেই- বলেছেন ওবামা৷ (মুম্বই হামলার ফাইল ছবি)ছবি: AP

আজ সম্রাজ্ঞীর প্রেমের সমাধিতে যাচ্ছেন সস্ত্রীক ওবামা

মুম্বইতে আজ রবিবার এয়ারফোর্স ওয়ান থাকবে দুপুর পর্যন্ত৷ তারপরেই ওবামা দম্পতির উড়াল দিল্লীর দিকে৷ এ যাত্রায় তাজমহল দেখার সুযোগ ঘটল না তবে দিল্লীর হূমায়ূঁ কা মকবারা তাঁদের হতাশ করবে না৷ বলছেন এই মহাসফরের আয়োজকরা৷ ১৫৫৬ সালে মুঘল সম্রাট হূমায়ূনের মৃত্যুর ১৩ বছর পর তাঁর স্ত্রী হামিদা বানু বেগম স্বামীর স্মৃতিতে এই মকবারা তৈরি করান ইরানি স্থপতি মিরাক মির্জা ঘিয়াথকে দিয়ে৷ লালপাথরের সেই ঐতিহাসিক সমাধিতে আজ রবিবার বিকালে পা রাখবেন সস্ত্রীক বারাক ওবামা৷ অস্তরবির আভায় সেই মকবারার সৌন্দর্য মুগ্ধ করবে তাঁদের নিশ্চয়ই৷

প্রতিবেদন : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী