1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সকালে জিম্বাবোয়ে, সন্ধ্যায় নেদারল্যান্ডসের খেলা আজ

২৮ ফেব্রুয়ারি ২০১১

ভারত ইংল্যান্ড রুদ্ধশ্বাস ম্যাচ টাই হয়ে গেল রবিবার৷ আর আজ একদিকে মুখোমুখি ক্যানাডা বনাম জিম্বাবোয়ে আর ওদিকে নেদারল্যান্ডস বনাম ওয়েস্ট ইন্ডিজ৷ তবে, দুটো ম্যাচেই ঘটতে পারে অঘটন৷

https://p.dw.com/p/10QRI
ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের ব্যাটিং দৃষ্টিনন্দনছবি: AP

সকালের খেলাটাই ক্যানাডা বনাম জিম্বাবোয়ের

ভারতের নাগপুর শহরে স্থানীয় সময় সকাল সাড়ে ন'টায় শুরু হয়ে যাবে চলতি বিশ্বকাপের বারো নম্বর ম্যাচ৷ গ্রুপ এ'র এই ম্যাচে মুখোমুখি উভয় দলেরই ব্যাটিং-এর ওপরের সারিতে রয়েছে দুর্বলতা৷ বলছেন বিশেষজ্ঞরা৷ শোনা যাচ্ছে, নাগপুরের যে পিচে খেলাটা হবে, সেটা আসলে ব্যাটসম্যান সহায়ক পিচ৷ সেটা ক্রিকেটে তেমন দলগত অভিজ্ঞতা না থাকা ক্যানাডার জন্য অবশ্যই সুখবর বলতে হবে৷ কারণ, তাদের ভারতীয় বংশোদ্ভূত ক্যাপ্টেন আশিস বাগাই রয়েছেন ব্যাটিং-এর টপ ফর্মে৷ ২০১০ সালে আশিস একাই ছয়টি অর্দ্ধশতক হাঁকিয়েছেন৷ মিডল অর্ডারের এই ব্যাটসম্যান ক্যাপ্টেনের ওপর তাই অনেকখানি নির্ভর করছে তাঁর দল৷ বিপরীতে জিম্বাবোয়ে এই নিয়ে দ্বিতীয়বার ক্যানাডার মুখোমুখি হবে একদিনের আন্তর্জাতিক ম্যাচে৷ এলটন চিগুমবুরার নেতৃত্বে নামছে জিম্বাবোয়ে৷ ২০০৬ সালে পোর্ট অব স্পেনে ক্যানাডাকে ১৪৩ রানে হারিয়েছিল জিম্বাবোয়ে৷ সেই অতীত বেশ এগিয়েই রাখবে ক্রিকেটে ক্যানাডার থেকে অভিজ্ঞতায় অনেক এগিয়ে থাকা জিম্বাবোয়েকে৷

দিনরাতের ম্যাচে আজ মুখোমুখি নেদারল্যান্ডস বনাম ওয়েস্ট ইন্ডিজ

ভারতীয় সময় দুপুর আড়াইটেয় নতুন দিল্লীতে চলতি বিশ্বকাপের ১৩ নম্বর ম্যাচটায় যে দুটো দল মুখোমুখি হচ্ছে আজ তাদের সদ্য একটি করে পরাজয়ের ক্ষত এখনও ভালো করে শুকোয় নি৷ নেদারল্যান্ডস বেশ লড়ে হেরেছে ইংল্যান্ডের বিরুদ্ধে, যাকে বলে বীরের মত পরাজয়৷ কিন্তু দক্ষিণ আফ্রিকার সামনে যেভাবে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ, সেটাকে বেশ হতাশাজনক বললে ভুল হবে না৷ ফলে আজকের খেলায় ওয়েস্ট ইন্ডিজকে নিজেদের হৃত মর্যাদা পুনরুদ্ধার করতে দাঁতে দাঁত চেপে মাঠে নামতে হবে৷ আর উল্টোদিকে এই বিশ্বকাপে এখনও পর্যন্ত বেশ চোখে পড়ার মত দল হিসেবে নেদারল্যান্ডস কিন্তু খেলবে নতুন উদ্যম নিয়ে৷ কিছু করে দেখানোর সুযোগ তারা পেয়ে যেতেই পারে এই গ্রুপ বি'র ম্যাচে৷ এর আগে একদিনের ম্যাচে ডাবলিনে ২০০৭ সালে মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস আর ওয়েস্ট ইন্ডিজ৷ সেটায় ১০ উইকেটে নেদারল্যান্ডসকে চূর্ণ করেছিল ক্যারিবিয়ানরা৷ কিন্তু এবারে বিশ্বকাপে নেদারল্যান্ডসের দলটাকে অনেক আত্মবিশ্বাসী দেখাচ্ছে বলে মনে করছেন ক্রিকেট পন্ডিতরা৷ ফলে অঘটন যে একেবারেই ঘটবে না এ কথাটা এখন থেকেই বলা মুশকিল৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী