1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভরসা গির্জা

শ্টেফান ডেগে/আরবি৩০ মে ২০১৩

‘‘আমি শান্তি চাই৷ অবশেষে কিছুটা শান্তি৷’’ কিছুটা নার্ভাস হয়ে মুখের ওপর থেকে চুল সরিয়ে বলেন সামিরা ইওনাটা৷ বাড়িটির বাইরের দেয়ালে গ্রাফিটি আঁকাজোকা৷ সরু জানালায় পর্দা ঝুলছে৷ খুব কম আলোই ঢোকে সেলারে৷

https://p.dw.com/p/18gSR
Syrian refugees take a rest after they crossed into Jordanian territory with their families from Syria into Jordan near Mafraq February 18, 2013. According to the Jordanian Armed Forces sources, around 89,000 Syrian refugees fleeing from the violence in their country have crossed the Jordanian border since the beginning of 2013. REUTERS/Muhammad Hamed (JORDAN - Tags: POLITICS MILITARY TPX IMAGES OF THE DAY)
ছবি: Reuters

সিরিয়া থেকে আসা এই পরিবারটি বছর খানেক আগে হামবুর্গের প্রটেস্টান্ট গির্জার একটি যুবকেন্দ্রে আশ্রয় নিয়েছে৷ এই বাসস্থানটির নামধাম গোপন রাখা হয়েছে৷ কেননা গির্জার যাজক বির্গিট ডুসকোবা চরম ডানপন্থিদের হামলার আশঙ্কা করেন৷ এখানে নানা জাতি ও সংস্কৃতির লোকজন বাস করেন৷ বির্গিট ডুসকোভা বলেন, ‘‘আমার কিছুটা দুশ্চিন্তা ছিল যে, এই এলাকার লোকজন বলতে পারে, আমরা খ্রিষ্টানরা এখানে সংখ্যালঘু৷ কেন তোমরা মুসলমান পরিবারদের এখানে আশ্রয় দিয়েছ?'' কিন্তু বাস্তবে তা ঘটেনি৷

প্রবীণরা সহানুভূতি দেখিয়েছেন

‘‘এই এলাকার প্রবীণ মহিলারাই প্রথম, যাঁরা জিজ্ঞেস করেছেন, তোমাদের কী গরম কাপড়চোপড়, কম্বল বা খাবারের প্রয়োজন আছে? এঁরা হলেন যুদ্ধের প্রজন্ম৷ এখন তো তাঁরা জিজ্ঞেস করেন, আমাদের পরিবারটি কেমন আছে? যাজক হিসাবে এ এক সুন্দর অভিজ্ঞতা৷''

সিরীয় এই পরিবারটি যুদ্ধবিধ্বস্ত স্বদেশ থেকে নিরাপদ দূরত্বে ভালোভাবেই সৌদি আরবে দিন কাটাচ্ছিল৷ রুজি-রোজগারও ছিল ভালো৷ জামাল চকলেট বিক্রি করতেন৷ সামিরা বাচ্চাদের দেখাশোনা করতেন৷ কিন্তু জামাল মাল্টিপল এসক্লেরোসিস রোগে আক্রান্ত হওয়ায় সবকিছু ওলটপালট হয়ে যায়৷ সৌদি আরবে মেয়েদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়না৷ তাই সামিরা কাজটা চালিয়ে যেতে পারেননি৷ অবশেষে হামবুর্গে সামিরার মা-এর কাছে যেতে মনস্থির করেন তাঁরা৷

অনিশ্চিয়তার পথে পাড়ি দেওয়া

শুরু হয় অনিশ্চিয়তার পথে পাড়ি দেওয়া৷ জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্য সাগরে চারদিন নৌকা যাত্রা৷ ইটালিতে আসা৷ সেখান থেকে জার্মানির পথে যাত্রা৷ বাভারিয়া রাজ্যে পুলিশের নিয়ন্ত্রণ৷ শরণার্থী শিবির৷ ছয়মাস পর বিতাড়নের ভয়৷ এইসব অভিজ্ঞতা হয়েছে তাঁদের৷ এরপর তাঁদের আবার ইটালিতে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়৷ ইউরোপীয় রাজনৈতিক আশ্রয় আইন অনুযায়ী যে দেশে প্রথম পা রাখেন আশ্রয়প্রার্থীরা, সেখানেই আবেদন করতে হয় তাঁদের৷

মানবাধিকার সংস্থা প্রো-অ্যাসাইলামের ব্যবস্থাপনা পরিচালক গ্যুনটার বুর্কহার্ট সমালোচনা করে বলেন, ‘‘একটি সিরীয় পরিবারকে কেন ইটালিতে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করতে হবে, মা যখন জার্মানিতে বাস করেন?''

ইটালিতে শরণার্থীদের অবস্থা অত্যন্ত সঙ্গিন৷ তবে ইওনাটা পরিবারের ভাগ্য ভালো বলতে হবে৷ হামবুর্গে একটি গির্জার সহায়তায় মাথা গোজার ঠাঁই পেয়েছে তাঁরা৷

যাজক মায়ার বলেন, ‘‘আমাদের জার্মানদের কাছে বেড়ানোর জন্যে একটি সুন্দর দেশ ইটালি৷ কিন্তু এই পরিবারটির ইটালিতে টিকে থাকার কোনো উপায়ই ছিল না৷''

জামালের রোগটি বেড়ে যাচ্ছে৷ নড়াচড়ার ক্ষমতা কমে আসছে৷ মাঝে মাঝে পড়ে যাচ্ছেন তিনি৷ তাঁর চিকিত্সার জন্য ডাক্তার ও ওষুধ প্রয়োজন৷ ছেলে-মেয়েদের স্কুলে যেতে হবে৷

Migration Asyl Deutschland
প্রো-অ্যাসাইলামের তথ্য অনুযায়ী, ১.৪ মিলিয়ন সিরীয় শরণার্থী তাঁদের প্রতিবেশী দেশগুলিতে আশ্রয় নিয়েছেনছবি: DW/S. Dege

দেশের খবর আতঙ্ক জাগানো

ইওনাটাদের আশ্রয়ে সারাদিন ধরে চলে টেলিভিশনটি৷ সিরিয়ার ভয়াবহ সব খবর ও ছবি দেখে আতঙ্কিত ও মর্মাহত হয়ে পড়েন তাঁরা৷ যাজক মায়ার জানান, প্রায়ই তাঁরা কাঁদেন৷ টিভিতে দেখানো জায়গাগুলি চেনেন তাঁরা৷ জানেন কারা সেখানে বাস করত৷ আগে জায়গাটা দেখতে কেমন ছিল৷ গৃহযুদ্ধের কারণে সিরিয়ার সংস্কৃতিও ধ্বংস হয়ে যাচ্ছে৷ যেমন নষ্ট হয়ে যাচ্ছে মুসলমান ও খ্রিষ্টানদের সহাবস্থানের ভিতটিও৷

গির্জাটির শরণার্থী বিষয়ক কর্মকাণ্ডের দায়িত্বে রয়েছেন ফানি ডেটলফ৷ তিনি জানান, ২০১১ সালে সারা জার্মানিতে ৬৯ শরণার্থী গির্জায় আশ্রয় পেয়েছেন৷ ১৬ জন সাময়িকভাবে জার্মানিতে থাকার অনুমতি পেয়েছেন৷ একজনকে জার্মানি ছাড়তে হয়েছে৷

ফানি ডেটলোফ এই প্রসঙ্গে বলেন, ‘‘সিরীয় শরণার্থীদের নিজ দেশ ছাড়ার যৌক্তিক কারণ রয়েছে৷ কিন্তু এখানে এসে তাঁরা বুঝতে পারেন যে, তাঁদের কথা অনেকে বিশ্বাস করতে চায় না৷''

সব শরণার্থীকে সাহায্য করা সম্ভব নয়

গির্জার পক্ষে সব শরণার্থীকে সাহায্য করা সম্ভব নয়৷ যেখানে সম্ভব সেখানে সাহায্যের হাত বাড়িয়ে দেয় গির্জা৷ অনেকের জন্য বাসা ঠিক করে দেওয়া হয়৷ চিকিত্সক, আইনজীবী, খাদ্যদ্রব্য, বাচ্চাদের স্কুল এসবের ব্যবস্থাও করা হয়৷ গির্জায় আশ্রয় নিতে পারলে কিছুটা সময় হাতে পাওয়া যায় আরকি৷

প্রো-অ্যাসাইলামের মুখপাত্র গ্যুনটার বুর্কহার্ড বলেন, ‘‘তাঁর সংস্থা জার্মানির অ্যালাইলাম-আইনের তীব্র সমালোচনা করে৷ আইনটি যেন অনেকটা প্রতিরক্ষামূলক৷ শরণার্থীদের সব কিছুর বাইরে রাখার চেষ্টা করা হয়৷ বঞ্চিত করা হয় জার্মান ভাষা ও ইন্টেগ্রেশন কোর্স থেকে৷ ইউরোপ বিশ্বব্যাপী বাণিজ্য করতে আগ্রহী৷ জার্মানি রপ্তানিতে পারদর্শী৷ কিন্তু যখন ‘মানুষের' বিষয়টি এসে পড়ে, তখন চারিদিকে বেড়া তুলে দেওয়া হয়৷''

Migration Asyl Deutschland
সিরিয়া থেকে আসা এই পরিবারটি বছর খানেক আগে হামবুর্গের প্রটেস্টান্ট গির্জার একটি যুবকেন্দ্রে আশ্রয় নিয়েছেছবি: DW/S. Dege

প্রো-অ্যাসাইলামের তথ্য অনুযায়ী, ১.৪ মিলিয়ন সিরীয় শরণার্থী তাঁদের প্রতিবেশী দেশগুলিতে আশ্রয় নিয়েছেন৷ আনুমানিক ৪০,০০০ সিরীয় বাস করছেন জার্মানিতে৷ অনেকের আত্মীয়স্বজন রয়েছেন এখানে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য