1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সকলের চোখ এখন ভোলার দিকে

২৪ এপ্রিল ২০১০

রাজনৈতিক দল, সুশীল সমাজ, সংবাদ মাধ্যম৷ সকলের চোখ এখন ভোলার দিকে৷ আজ সেখানে অনুষ্ঠিত হচ্ছে উপনির্বাচন৷ এই নির্বাচনের খবরই আজ বাংলাদেশের সকল জাতীয় দৈনিকের প্রধান শিরোনাম৷

https://p.dw.com/p/N5Cm
ফাইল ফটোছবি: Mustafiz Mamun

ইত্তেফাকের শিরোনাম ভোলায় উপনির্বাচন আজ, জনকন্ঠের আজ ভোলায় ভোট, সমকালের গণতন্ত্রের জয় হোক, আমাদের সময়ের শিরোনাম চ্যালেঞ্জের উপনির্বাচন আজ, সংবাদের শিরোনাম দু'দলেরই চ্যালেঞ্জ ও মর্যাদার লড়াই এবং প্রথম আলোর শিরোনাম উৎকণ্ঠার মধ্যে আজ ভোট৷ এই শিরোনামগুলোই বলে দিচ্ছে ভোলা নির্বাচনের গুরুত্ব৷ ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপি- দুই প্রধান দলের জন্যই এ নির্বাচন চ্যালেঞ্জ ও মর্যাদার লড়াই -এ কথা আর বলার অপেক্ষা রাখে না৷

ঢাকায় আওয়ামী- লীগ বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ

গ্যাস, বিদ্যুৎ ও পানির দাবিতে রাজধানীর পল্লবীতে বিএনপির এক সমাবেশে আওয়ামী লীগের কর্মীরা হামলা করে বলে জানাচ্ছে সংবাদপত্রগুলো৷ প্রথম আলোর খবরে বলা হয়েছে, দুই দলের কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে৷ বিএনপির ৭৮ জন কর্মীকে আটক করেছে পুলিশ৷

Landwirtschaft in Asien
ছবি: AP

রাজনীতি খবর থেকে ভিন্ন প্রসঙ্গে

রাজনীতির বাইরেও বেশ কিছু সংবাদ রয়েছে চোখে পড়বার মত৷ সংবাদ লিখেছে, এখন থেকে খরা সহিষ্ণু অধিক ফলনশীল নারিকা জাতের ধান চাষ হবে বাংলাদেশে৷ আউস, আমন ও বোরো এ তিন মৌসুমেই নতুন এ ধান চাষ করা যাবে৷

অপরদিকে, ইত্তেফাকের এক খবরে বলা হয়েছে, যানজট নিরসনে সহসাই রাজধানীতে চালু করা হচ্ছে ওয়াটার বাস সার্ভিস৷ নদীতে চলা এ বাসে রাজধানীর চারপাশে নিরাপদে কম ভাড়ায় যাতায়াতের সুযোগ থাকবে৷ রাজপথে চলা বাসের চেয়ে অনেক দ্রুত গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে নগরবাসী৷ আগামী ৩ থেকে ৫ মাসের মধ্যে বিআইডব্লিউটিসি এই প্রকল্পের কাজ শেষ করবে পত্রিকাটি জানিয়েছে৷

সরকারি পদে নিয়োগ বিধিমালা পরিবর্তন

কোটা পদ্ধতিতে কিছুটা পরিবর্তন এনেছে সরকার৷ সমকাল লিখেছে, সরকারি, আধা-সরকারি দফতর, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সেক্টর করপোরেশনে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, মহিলা ও উপজাতীয় বিশেষ কোটা পদ্ধতি সংশোধন করা হয়েছে৷ বিশেষ কোটায় মুক্তিযোদ্ধা ৩০ শতাংশ, মহিলা ১০ শতাংশ ও উপজাতীয়দের জন্য ৫ শতাংশ নির্ধারিত থাকবে৷

গ্রন্থনা: সাগর সরওয়ার

সম্পাদনা: রিয়াজুল ইসলাম