1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংসদ সদস্যদের টাকা নিয়ে দুর্নীতির আশংকা

১০ মার্চ ২০১০

সংসদ সদস্যদের স্থানীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে সম্পৃক্ত করার সরকারি সিদ্ধান্তে দুর্নীত বাড়বে বলে মনে করেন বিশ্লেষকরা৷

https://p.dw.com/p/MP8i
প্রত্যেক সংসদ সদস্যের টাকা বরাদ্দ স্থানীয় সরকারের ওপর তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে, মনে করেন অনেকেইছবি: Mustafiz Mamun

তারা মনে করেন, প্রত্যেক সংসদ সদস্যের জন্য ১৫ কোটি টাকা বরাদ্দ স্থানীয় সরকারের ওপর তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে৷ তাদের মতে সংসদ সদস্যদের মূল কাজ আইন প্রনয়ণে মনোযোগী হওয়া৷

সংসদ সদস্যদের স্থানীয় পর্যায়ের উন্নয়নের দায়িত্ব দেয়া হয়েছে৷ এজন্য প্রত্যেক সংসদ সদস্যকে ৫ বছরে গড়ে ১৫ কোটি টাকা বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ পরিকল্পনা মন্ত্রী একে খন্দকার এই সিদ্ধান্তর কথা স্বীকার করেছেন৷ সংরক্ষিত আসনের নারী সদস্যরা এই বরাদ্দ আপাতত পাচ্ছেন না৷

তবে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের পাশ কাটিয়ে এই অর্থ বরাদ্দকে ভাল চোখে দেখছেন না বিশ্লেষকরা৷ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান এই অর্থ নিয়ে দুর্নীতির আশংকা করছেন৷ তিনি জানান, খোদ মার্কিন যুক্তরাষ্ট্রেও পর্ক ব্যারেল লেজিসলেশন প্রকল্পে বড় ধরণের দুর্নীতির অভিযোগ রয়েছে৷

তত্ত্বাবধায়ক সরকারের আরেক সাবেক উপদেষ্টা এবং স্থানীয় সরকার বিষয়ক গবেষক ড. হোসেন জিল্লুর রহমান মনে করেন, সংসদ সদস্যরা উন্নয়ন প্রকল্পে অংশ নিতে পারবেন৷ কিন্তু এর মাধ্যমে যেন স্থানীয় সরকারের ক্ষমতা খর্ব করে সংসদ সদস্যদের কর্তৃত্ব প্রতিষ্ঠা না হয়৷

সংসদ সদস্যদের মূল কাজ আইন প্রনয়ণ করা৷ এই দু‘জন বিশ্লেষক মনে করেন, মূল কাজ বাদ দিয়ে স্থানীয় উন্নয়ণ প্রকল্পে তারা মনোযোগী হলে ভারসাম্য নষ্ট হতে পারে৷ অকার্যকর হতে পারে স্থানীয় সরকার৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সাগর সরওয়ার