1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংসদের চলতি অধিবেশনেই সংবিধান সংশোধন চান হাসিনা

১৭ জুলাই ২০১০

সংবিধান সংশোধনের কাজ সংসদের চলতি অধিবেশনেই করতে চান প্রধানমন্ত্রী হাসিনা৷ লন্ডনের বাংলাদেশ সম্মেলনে বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষ আর বিমানের দুর্নীতি, নৈরাজ্য৷

https://p.dw.com/p/ONjv
হাসিনা,সংসদ,অধিবেশন,বাংলাদেশ,আওয়ামী লীগ,সংবিধান,bangladesh,Constitution,Awami League,Biman,বিমান,হাইকোর্ট, লন্ডন,london
সর্বদলীয় কমিটি গড়েই হাসিনা চান সংবিধান সংশোধন করতেছবি: Harun Ur Rashid Swapan

দ্রুত সংবিধান সংশোধন এবং সর্বদলীয় কমিটি

ইত্তেফাক, কালের কন্ঠ, ডেইলি স্টার সহ প্রায় সবকটি সংবাদপত্রের প্রধান শিরোনাম আজ শেখ হাসিনার মন্তব্য৷ প্রধানমন্ত্রী হাসিনা শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে জানিয়ে দিয়েছেন, পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় অনুযায়ী সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে৷ এবং তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব গঠিত হবে সর্বদলীয় কমিটি৷ এই কমিটিই ঠিক করবে কীভাবে সংশোধিত হবে সংবিধান৷ ইত্তেফাক জানাচ্ছে, ১৯৭২ সালের সংবিধানে ফিরে যাওয়ার জন্য এই সংশোধনী সংসদের চলতি অধিবেশনেই আনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী৷ বিভিন্ন সময়ে দেশে মার্শাল ল জারি করে ক্ষতবিক্ষত করা হয়েছে সংবিধানকে৷ এই মন্তব্যও করেছেন প্রধানমন্ত্রী হাসিনা৷

লন্ডনে বাংলাদেশ বিষয়ক সম্মেলন ভন্ডুল

বিডিনিউজটোয়েন্টিফোর বেশি রাতে লন্ডনে বাংলাদেশ বিষয়ক মানবাধিকার সম্মেলন ভন্ডুল হয়ে যাওয়ার খবরটি বিশদে দিয়েছে৷ বলা হচ্ছে, তুমুল হৈ-চৈ আর পাল্টা চেয়ার ছোঁড়াছুড়ির কারণে ভণ্ডুল হয়ে গেছে লন্ডনের এই সম্মেলন৷ মারামারিতে আহত হয়েছেন কমপক্ষে সাত জন৷ তাঁদের মধ্যে লন্ডন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিবুল হক বাদশার আঘাত গুরুতর৷ চেয়ারের আঘাতে বাদশার মাথা ফেটে গেলে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়৷ তাঁর মাথায় ৬-৭টি সেলাই পড়েছে৷ লন্ডন স্কুল অব ইকনমিক্সে 'বাংলাদেশে গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার এবং রাজনৈতিক দলগুলোর ভুমিকা' শীর্ষক এই সম্মেলনে বিএনপি সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের রীতিমত সংঘর্ষ বাধে দুই বক্তার পরস্পর বিরোধী বক্তৃতায়৷ শ্রোতাদের মধ্যেও তার প্রভাব দেখা যায়৷ পরিশেষে মারামারির কারণে পুরো সম্মেলনটিই ভন্ডুল হয়ে যায়৷ সংবাদসংস্থা জানাচ্ছে, সম্মেলনের আয়োজক ছিল ইন্টারন্যাশনাল বাংলাদেশ ফাউন্ডেশন৷

Bangladesch Luftverkehr Flugzeug von Biman Bangladesh Airlines
বিমানের নৈরাজ্য এবার সংসদে উঠতে চলেছেছবি: picture alliance/dpa

বিমানে দুর্নীতি, রাষ্ট্রের ঘাড়ে ঋণের দায় চাপানোর চেষ্টা

দৈনিক কালের কন্ঠ তাদের শনিবারের সংস্করণে জানিয়েছে বাংলাদেশের জাতীয় উড়াল সংস্থা বা বিমানের দুর্নীতি আর নৈরাজ্যের একটি বিস্তারিত প্রতিবেদন৷ বলা হয়েছে, বিধি লঙ্ঘন করে তিন কর্মকর্তার বেতন বাড়ানো হয়েছে৷ বিমান কর্তৃপক্ষ অডিটরদের তথ্য দিচ্ছে না এবং ২৯০ কোটি টাকার ঋণের দায় রাষ্ট্রের ঘাড়ে চাপানোর চেষ্টা চালানো হচ্ছে৷ বিমান কর্তৃপক্ষের এইসব নৈরাজ্য আর অসহযোগিতাকে সংবিধানের লঙ্ঘন বলে উল্লেখ করে অডিট অধিদপ্তর এখন বিষয়টি জাতীয় সংসদে উত্থাপনের প্রস্তুতি নিচ্ছে৷ গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে কর্মীদের স্বেচ্ছা অবসর দিতে বিশ্বব্যাংকের কাছ থেকে সুদে নেওয়া ২৯০ কোটি টাকা ঋণের দায় এখন বিমান চাপাতে চাইছে রাষ্ট্রের কাঁধে৷ সেই 'স্বেচ্ছা অবসর' নিয়েও রয়েছে গুরুতর অভিযোগ৷ বিষয়টি নিয়ে মামলা পর্যন্ত হয়েছে৷ এভাবে রাষ্ট্রীয় এই সংস্থাটিকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলির অভিযোগ৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : রিয়াজুল ইসলাম