1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংবিধান সমুন্নত রাখার অঙ্গীকার

৩০ সেপ্টেম্বর ২০১০

বাংলাদেশের নতুন প্রধান বিচারপতি এবি এম খায়রুল হক সংবিধান সমুন্নত রাখা ও আইনের শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকার করেছেন৷ তিনি বলেছেন, ৫ম সংশোধনী বাতিল হওয়ায় দেশে এখন বাহাত্তরের সংবিধান বহাল হয়ে গেছে৷

https://p.dw.com/p/PRAz
ছবি: Harun Ur Rashid Swapan

অন্যদিকে, বিএনপি বলেছে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান জন্য খায়রুল হককে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রধান বিচারপতি করা হয়েছে৷

দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে এবি এম খায়রুল হককে বৃহস্পতিবার শপথ পড়ান রাষ্ট্রপতি জিল্লুর রহমান৷ তিনি বিদায়ী প্রধান বিচারপতি ফজলুল করিমের স্থলাভিষিক্ত হলেন৷ শপথ নেয়ার পর প্রধান বিচারপতি এবি এম খায়রুল হক সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সংবর্ধনার জবাবে বলেছেন, সংবিধান সমুন্নত রাখা ও দেশের সর্বোচ্চ আদালতের মর্যাদা রক্ষায় তিনি কাজ করবেন৷ তিনি বলেন, সংবিধান অনুযায়ী দেশ চললে অবৈধভাবে ক্ষমতা দখলের কেউ সাহস পাবে না৷ বিচারপতি খায়রুল হক বলেন, ৫ম সংশোধনী বাতিলের পর বাহাত্তরের সংবিধান পুনর্বহাল হয়ে গেছে৷ এজন্য তিনি আইন মন্ত্রণালয়কে '৭২ এর সংবিধান মুদ্রনের আহ্বান জানান৷ বিদায়ী প্রধান বিচারপতি হাইকোর্টের ২ জন বিচারককে শপথ পড়াননি৷ এ প্রসঙ্গে নতুন প্রধান বিচারপতি বলেন, তারা আপীল বিভাগের ৫জন বিচারপতি হাইকোর্টের ২ বিচারপতিকে জনকে শপথ পড়াতে অনুরোধ করেছিলেন৷

অন্যদিকে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এ্যাডভোকেট মাহবুব উদ্দিন আহমেদ বলেছেন, নতুন প্রধান বিচারপতি ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন বলেই আশা করেন৷ এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম নতুন প্রধান বিচারপতিকে ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে হাইকোর্টের ২ জন বিচারপতিকে শপথ পড়ানোর অনুরোধ করেছেন৷

এদিকে, বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার জন্য খায়রুল হককে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রধান বিচারপতি করেছে সরকার৷ এটি মেনে নেয়া হবেনা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন