1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংবিধানের সংশোধনী প্রায় চূড়ান্ত

১৩ মার্চ ২০১১

সংবিধানের সংশোধনী প্রায় চূড়ান্ত করেছে সংসদের বিশেষ কমিটি৷ আর এই সংশোধনী অনুমোদনে ডাকা হবে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন৷

https://p.dw.com/p/10YTG
Bangladesh, Constitution, Dhaka, Parliament, Amendment, বাংলাদেশ, ঢাকা, সংবিধান, সংসদ, অধিবেশন
সংশোধনী অনুমোদনে ডাকা হবে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনছবি: Harun Ur Rashid Swapan

আজ বিশেষ কমিটির সভার পর কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেন গুপ্ত এমপি জানিয়েছেন, জাতীয় ৪ নীতি বহাল করা ছাড়াও মূলনীতিতে আরো নতুন বিষয় সংযোজন করা হচ্ছে৷ অবৈধভাবে ক্ষমতা দখলকে রাষ্ট্রদ্রোহ হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করা হচ্ছে৷

আজ ছিল বিশেষ কমিটির ৯ম সভা৷ দুপুরের পর সভা শেষ হলে সুরঞ্জিত সেন গুপ্ত এমপি জানান, ২২ মার্চের মধ্যে তারা সংশোধনী চূড়ান্ত করে ফেলবেন৷ তবে অধিকাংশ সংশোধনীর ব্যাপারে কমিটির সদস্যরা একমত হয়েছেন৷ তিনি জানান, সংবিধানে রাষ্ট্র পরিচালনার ৪ মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার পাশাপাশি জলবায়ু, নৃগোষ্ঠীর অধিকার এবং নারীর অধিকার সংযুক্ত করা হচ্ছে৷

তিনি জানান, সংবিধানে ধর্মনিরপেক্ষতা বিষয়টির বিস্তৃত ব্যাখ্যা থাকবে৷ ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করা যাবে না৷ ধর্মীয় কারণে কারুর সঙ্গে বৈষম্য বা নিবর্তনমূলক আচরণ করা যাবে না৷ শক্তি প্রয়োগ বা তথাকথিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলকে রাষ্ট্রদ্রোহ হিসেবে বিবেচনা করা হবে৷ সাংবিধানিকভাবে বন্ধ করা হবে অবৈধ ক্ষমতা দখলের সব প্রক্রিয়া৷

সুরঞ্জিত সেন গুপ্ত জানান, এপ্রিল-মে মাসে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন ডাকা হবে৷ এবং এই অধিবেশনে শুধুমাত্র সংবাধানের সংশোধনী পাশ করা হবে৷

এদিকে প্রধান বিরোধী দল বিএনপি সংসদে যোগ দিচ্ছে৷ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কাল বিএনপির সংসদীয় দলের বৈঠক ডাকা হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সাগর সরওয়ার