1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘শয়তানের প্ররোচনায়’ ধর্ষণ!

২৮ নভেম্বর ২০১০

বিএনপি’র হরতাল আর বিরোধী নেত্রীর সেনানিবাসের বাড়ি ছাড়া নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের শুনানির দিকে নজর সবার৷ রয়েছে ইপিজেডে পোশাক কর্মীদের অসন্তোষ নিয়ে প্রতিবেদন৷ আর ধর্ষণের দায় শয়তানের ওপর চাপানোর খবর৷

https://p.dw.com/p/QKBS
ধর্ষণের কবল থেকে রেহাই পাচ্ছেনা শিশুরাও (প্রতীকী ছবি)ছবি: Bilderbox

হরতাল নিয়ে আলোচনা

সবার চোখ ২৯ ও ৩০ নভেম্বরের দিকে, এমনটাই বলছে দৈনিক সমকাল৷ খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ছাড়ার বিষয়ে চারটি আবেদনের ওপর সুপ্রিমে কোর্টের আপিল বিভাগে শুনানি হবে ২৯ নভেম্বর, সোমবার৷ আর ৩০ নভেম্বর বিএনপি'র হরতাল৷ এই নিয়েই বর্তমানে উত্তপ্ত রাজপথ৷ এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হরতালের বিরোধিতা করে বলেছেন, ‘ইস্যুবিহীন হরতাল প্রত্যাখ্যান করবে জনগণ'৷ শুক্রবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে একথা বলেন শেখ হাসিনা৷ দৈনিক কালের কণ্ঠসহ প্রায় সকল গণমাধ্যম এই খবরটি প্রকাশ করেছে৷

হরতাল কেন্দ্রিক ধরপাকড়

‘হরতালের আগে সারাদেশে ধরপাকড়', শিরোনাম করেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷ হরতালের আগেই বিএনপির তিন শতাধিক নেতাকর্মীকে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে আটক করেছে পুলিশ৷ বিরোধী দলের দাবি, বিনা উস্কানিতে নেতাকর্মীদের আটক করা হচ্ছে৷ তাছাড়া হরতালে বাধা দিলে আবারো হরতাল ডাকা হবে বলে জানিয়েছে সেদল৷ একই বিষয়ে দৈনিক প্রথম আলোর শিরোনাম, ‘‘নৈরাজ্য-বিশৃঙ্খলা'র বিরুদ্ধে রাজপথে আনসার-ভিডিপি!' অশান্তি, নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী ‘শান্তি ব়্যালি'৷ কিন্তু কোন কোন ব়্যালি থেকে হরতালবিরোধী শ্লোগান দেয়া হচ্ছে৷ তাই এই উদ্যোগের আসল উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে গণমাধ্যম৷

পোশাক কর্মীদের অসন্তোষ

দৈনিক ইত্তেফাক দিয়েছে এই খবর৷ শিরোনাম, ‘সাভারে ইপিজেডে গার্মেন্টসে সংঘর্ষ'৷ সাভারে বিদেশি মালিকানাধীন একটি পোশাক তৈরির কারখানায় শনিবার সকালে শ্রমিক অসন্তোষ দেখা দিয়৷ এসময় নিরাপত্তারক্ষীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে সাংবাদিকসহ আহত হন কমপক্ষে পঞ্চাশ জন৷ পোশাক কর্মীদের ১৬ দফা দাবিকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত৷

শয়তানের প্ররোচনায় ধর্ষণ

‘কে শয়তান?' শিরোনাম করেছে দৈনিক কালের কণ্ঠ৷ চট্টগ্রামে আট বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের সময় হাতেনাতে ধরা পড়ে মাওলানা মাইনুদ্দিন৷ এরপর পুলিশের কাছে অপরাধ স্বীকার করে মাইনুদ্দিন জানায়, ‘শয়তানের প্ররোচনায়' সে এই গর্হিত কাজ করেছে৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: রিয়াজুল ইসলাম