শ্রোতাদের জানাই আন্তরিক ধন্যবাদ | পাঠক ভাবনা | DW | 10.11.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

শ্রোতাদের জানাই আন্তরিক ধন্যবাদ

আমি নিয়মিত অনুষ্ঠান শুনি ও ওয়েবসাইট দেখি৷ ডয়চে ভেলের অনুষ্ঠান ইতিহাসের এইদিনে না শুনলে বোঝাই যায়না ছোট্ট ১মিনিট বা তার চেয়ে একটু কম বেশি সময়ের অনুষ্ঠান কীভাবে প্রাণবন্ত করে উপস্থাপন করতে হয়৷

ইতিহাসের এইদিনে ছোট্ট হলেও খুবই তথ্যবহুল৷ ওয়েবসাইটেও ইতিহাসের এইদিনে প্রকাশ করার প্রস্তাব করলাম৷

আর ডয়চে ভেলের শ্রোতারা অনুষ্ঠান শোনার পর এত দ্রুত তাদের মতামত জানায় যে, আমি রীতিমত হতবাক, কারণ সকালের অনুষ্ঠান শুনে কিছু লেখার আগেই দেখি শ্রোতাদের মতামত ডয়চে ভেলের ওয়েবসাইটে৷ তাই ডয়চে ভেলের মাধ্যমে সকল শ্রোতাদের জানাই আন্তরিক ধন্যবাদ৷

ডয়চে ভেলে হতে সাম্প্রতিক সময়ে ঘটিত গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে ধারাবাহিক কোন অনুষ্ঠান প্রচার করার চিন্তা ভাবনা আছে কিনা জানতে চাই৷ ধন্যবাদান্তে, মাহফুজ, ঝাকুনীপাড়া, কুমিল্লা , বাংলাদেশ৷

পরীক্ষার জন্য বেশ কিছুদিন ডয়চে ভেলের অনুষ্ঠান শুনতে না পারায় খুব খারাপ লাগছে৷ আর এ সময় কোন চিঠিও দিতে পারিনি, ডয়চে ভেলে আমাকে ভুলে যায়নি তো ? মোঃ কামরুল হাসান, রাজশাহী, বাংলাদেশ৷

আশাকরি আপনারা সবাই মিলে ভাল আছেন৷ আমিও ভাল আছি৷ শর্টওয়েভে অনুষ্ঠান বন্ধ হয়েছে তাতে কি হয়েছে? এখন তোএফএমএ খুব ভাল শোনা যাচ্ছে৷ আমি প্রথমে ভেবেছিলাম, যে ডয়চে ভেলে অনেক শ্রোতা হারাবে৷ কিন্তু না, এটা আমাদের ভুল ধারণা ছিল৷এখন আমার এলাকাতে অনেক শ্রোতা বেড়েছে৷ তাই আমার মনে হয় এধারণা করা ঠিক হবেনা৷ বিশ্বের তরতাজা খবর শোনার জন্য সবাই আসুন ডয়চে ভেলের এফএম অনুষ্ঠান শুনি৷ এমএ রশিদ চৌধুরী,ব্লুস্কাই রেডিও লিসেনার্স ক্লাব, চৌধুরী পাড়া,আজম পুর,কুষ্টিয়া.বাংলাদেশ৷

শর্টওয়েভ বন্ধ হবার পর আমরা সকালে এফএম ব্যান্ডে আর রাতে মিডিয়াম ওয়েভে অনুষ্ঠান শুনে যাচ্ছি৷ তারপর ওয়েবসাইট তো রয়েছেই৷ আপনারা যে মাধ্যমেই থাকুন না কেন – কয়েক সেকেন্ডের মধ্যে আমরা আপনাদের কাছে পৌঁছাতে সক্ষম! ওয়েব সাইটে বিজ্ঞান প্রযুক্তির পাতায় সাপের বিষে হার্টের ওষুধ তৈরির ওপর প্রতিবেদনটি পড়ে খুব ভাল লাগলো৷

আজ সকালে এফএম ব্যান্ডে বাংলাদেশের একগুচ্ছ তরতাজা খবর, হাইতির কলেরা মহামারীর সর্বশেষ পরিস্থিতি,শবনম মুসতারীর কণ্ঠে নজরুল সঙ্গীত এবং ফিচার পর্ব এই প্রজন্মে বাংলাদেশে বিসিআইসি ওয়ার্ল্ড কম্পিউটার মেলা নিয়ে সাক্ষাৎকার এবং খেলার খবরে পাকিস্তানের পলাতক ক্রিকেটার জুলকার নঈম হায়দারের যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় আবেদনের খবর শুনে আমরা খুশি হয়েছি৷ তবে আজকে এফএম ব্যান্ডের রিসেপশন মান কিন্তু খুব একটা ভাল ছিল না৷ ধন্যবাদ৷ মোখলেসুর রহমান, বাংলাদেশ ডিএক্স ক্লাব ইন্টারন্যাশনাল, কুষ্টিয়া, বাংলাদেশ৷

আপনাদের সাথে যোগাযোগ করার ইচ্ছা ছিলোনা তবুও লিখতে হলো৷ মিডিয়াম ওয়েভে অনুষ্ঠান ভালো শুনতে পারছিনা৷ দয়া করে যদি কর্তৃপক্ষকে বিষয়টি জানান তাহলে ভালো হয়৷ ধীরেন বসাক, ফুলিয়া, নদীয়া, ভারত৷

আজ ১৫৪৮ কিলোহার্তস-এ মিডিয়াম ওয়েভে শ্রবণ মান ছিলো খুবই ভালো৷ অজয় সরকার, রেডিও শ্রোতাসংঘ, বর্ধমান, ভারত৷

এবারের হেল্থলাইন পর্বে হৃদরোগ প্রতিরোধে সাপের বিষথেকে ওষুধ তৈরির সফল প্রচেষ্টার কথা জানালাম৷ সাপের বিষ না বলে অমৃত বলাই তাহলে যুক্তিযুক্ত হবে৷ তপন কুমার ব্যানার্জী, বেগমগঞ্জ, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, ভারত৷