1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শ্রীলংকা দলের উপর হামলায় জড়িত আরও ৬ জন আটক পাকিস্তানে

৩০ মার্চ ২০১১

২০০৯ সালের মার্চ মাসে লাহোরে শ্রীলংকার ক্রিকেট দলের উপর হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাকিস্তান পুলিশ আরও ৬ ব্যক্তিকে গ্রেফতার করেছে৷ বার্তা সংস্থা এপি ও এএফপি এই সংবাদ দিয়েছে৷

https://p.dw.com/p/10jxG
শ্রীলংকা ক্রিকেট দলের খেলোয়াড়দের বহনকারী বাসে গুলি করা হয়ছবি: AP

শ্রীলংকা ক্রিকেট দল পাকিস্তান সফরের সময়ে তাদের উপর হামলাটি সংঘটিত হয় ২০০৯ সালের ৩রা মার্চ৷ খেলোয়াড়দের বহনকারী বাসে ঐ হামলায় ৬ জন পুলিশ সদস্য এবং দুই জন বেসামরিক ব্যক্তি নিহত হওয়া ছাড়াও সফরকারী লংকান দলের সাত খেলোয়াড় আহত হন৷ অস্ত্রধারীরা ঐ বাস লক্ষ্য করে গুলি ও গ্রেনেড হামলা পরিচালনা করে৷ ঐ হামলার পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে নিষেধাজ্ঞা জারি হয়৷

লাহোর পুলিশের প্রধান আসলাম তারিণ মঙ্গলবার জানান, ‘আমরা যে ছয় ব্যক্তিকে গ্রেফতার করেছি, তারা ঐ হামলার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত৷ তারা তেহরিক-ই-তালেবান নামক সংগঠনের সদস্য৷' এই সংগঠনটিকে তালেবান গোষ্ঠীর পাকিস্তানি শাখা বলেই মনে করা হয়৷ তিনি জানান, ‘পূর্বে গ্রেফতার করা দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পরেই নতুন ৬ জনকে গ্রেফতার করা হলো৷'

গ্রেফতারকৃতদের সাংবাদিক সম্মেলনে হাজির করা হয়৷ তবে তাদের কোন কথা বলতে দেয়া হয়নি এবং তাদের চেহারা ছিল মুখোশে ঢাকা৷ পুলিশ তাদের কাছ থেকে বেশ কিছু গোলা-বারুদ উদ্ধার করেছে৷

পুলিশ কর্তা তারিণ জানান, ‘জিজ্ঞাসাবাদের সময় গ্রেফতারকৃতরা জানিয়েছে যে তারা তেহরিক-ই-তালেবানের সদস্য এবং শ্রীলংকা দলের উপর হামলার পরিকল্পনা করা হয়েছিল উপজাতীয় অধ্যুষিত ওয়াজিরিস্তান এলাকায়৷ তিনি জানান, ‘আটককৃতরা জানিয়েছে, শ্রীলংকা ক্রিকেট দলের সদস্যদের জিম্মি করাই ছিল এই হামলার প্রধান উদ্দেশ্য৷'

ওয়াজিরিস্তান এলাকাটি আফগানিস্তান সীমান্ত সংলগ্ন৷ সেখানে আল কায়েদা এবং তালেবান সদস্যদের অবাধ বিচরণ রয়েছে ৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: ফাহমিদা সুলতানা