1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শ্রীমঙ্গলে সাইকেল কন্যাদের ভিড় বাড়ছে

৭ সেপ্টেম্বর ২০১০

গামা হত্যা মামলায় অভিযুক্ত ২০ ফাঁসির আসামি সাধারণ ক্ষমা পেলো৷ মুক্তিপ্রাপ্ত সবাই আবার আওয়ামী লীগ কর্মী৷ রয়েছে অ্যানথ্রাক্স শনাক্তে দুর্বল চেকপোস্টের খবর৷ এছাড়া ঈদ বাণিজ্য রেকর্ড নিয়ে শিরোনাম৷ আর সাইকেল বালিকাদের কথা৷

https://p.dw.com/p/P5is
জার্মান তরুণীদেরও পছন্দের বাহন সাইকেল (ফাইল ফটো)ছবি: AP

শিরোনামে গামা হত্যা মামলা

গামা হত্যা মামলার আসামিদের মুক্তি নিয়ে শিরোনাম করেছে একাধিক জাতীয় দৈনিক৷ কালের কন্ঠের শিরোনাম, ‘ফাঁসির আসামি ২০ আওয়ামী লীগ নেতা-কর্মীকে সাধারণ ক্ষমা, সংবর্ধনার প্রস্তুতি'৷ নাটোরের বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ভাতিজা গামা৷ ২০০৪ সালের ৭ই ফেব্রুয়ারি খুন হন তিনি৷ এই ঘটনায় সঙ্গে জড়িত থাকার দায়ে আওয়ামী লীগের ২০ নেতা-কর্মীকে ফাঁসির আদেশ দেয় আদালত৷ কিন্তু বর্তমান রাষ্ট্রপতি তাদের ফাঁসির আদেশ স্থগিত করে সাধারণ ক্ষমা ঘোষণা করেন৷ একই বিষয়ে দৈনিক প্রথম আলোর শিরোনাম, ‘গামা হত্যা মামলা, ফাঁসির আদেশ পাওয়া ২০জনকে রাষ্ট্রপতির ক্ষমা'৷

অ্যানথ্রাক্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম শিরোনাম করেছে, ‘অ্যানথ্রাক্স: কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় গরু পরীক্ষা হবে'৷ বাংলাদেশে আমদানি করা ভারতীয় গরুর একটি বড় অংশ কুড়িগ্রাম সীমান্ত দিয়ে আসে৷ তাই, সেগুলোর স্বাস্থ্য পরীক্ষার এই উদ্যোগ নিয়েছে সরকার৷ এদিকে, দৈনিক সমকাল দিয়েছে আরেক খবর৷ শিরোনাম, ‘চেকপোস্টের দায়িত্বে এক পিয়ন'৷ পত্রিকাটির দাবি, অ্যানথ্রাক্স শনাক্তকরণে বঙ্গবন্ধু সেতুর কাছে যে চেকপোস্ট রয়েছে, সেটি ঠিকভাবে কাজ করছে না৷

ঈদে রেকর্ড বাণিজ্য

দৈনিক সমকালের শিরোনাম, ‘ঈদ কেনাকাটায় রেকর্ড'৷ এবছর ঈদ উপলক্ষ্যে বেচাবিক্রির পরিমাণ ২০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে মনে করছেন ব্যবসায়ীরা৷ গত বছরের তুলনায় বিক্রি বেড়েছে ১০ শতাংশ৷ তবে, স্বর্ণ ব্যবসায়ীদের মন্দা চলছে৷ কেননা আকাশছোঁয়া দামের কারণে কেউ এখন বিশেষ প্রয়োজন ছাড়া স্বর্ণ কেনেন না৷

সাইকেল কন্যা

দৈনিক কালের কন্ঠের খবর এটি৷ শিরোনাম, ‘বাইসাইকেল বালিকারা'৷ শ্রীমঙ্গলের একটি স্কুলের শতাধিক ছাত্রীর বাহন বাইসাইকেল৷ সামাজিক বাধা-বিপত্তি অতিক্রম করে দূরদূরান্ত থেকে তারা সাইকেলে করে আসে স্কুলে৷ প্রতিনিয়তই এই সাইকেল কন্যাদের সংখ্যা বাড়ছে৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সাগর সরওয়ার