1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শ্রদ্ধা, ভালবাসায় ভাষা শহীদদের স্মরণ করা হচ্ছে

২১ ফেব্রুয়ারি ২০১১

আজ ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস৷ জাতি শ্রদ্ধা আর ভালবাসায় স্মরণ করছে ভাষার জন্য জীবন দেয়া বীর শহীদদের৷

https://p.dw.com/p/10Kvx
শহীদ মিনারে দেয়া ফুল সাজানো হচ্ছেছবি: picture-alliance/dpa

অমর একুশে ফেব্রুয়ারি৷ মহান শহীদ দিবস৷ ১৯৫২ সালের এই দিনে রাষ্ট্রভাষা বাংলার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন এদেশের দামাল ছেলেরা৷ মায়ের ভাষার জন্য শহীদ হন সালাম বরকত, রফিক, জব্বার, শফিকসহ আরো অনেকে৷ তাঁদের আত্মদানে বাংলা আজ আমাদের রাষ্ট্রভাষা৷

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ মন্ত্রী পরিষদের সদস্য এবং বিদেশী কূটনীতিকদের পর শ্রদ্ধা নিবেদন করেন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা৷

এরপর মধ্যরাতেই শহীদ মিনারে নামে হাজারো মানুষের ঢল৷ দীর্ঘ লাইনে সারিবদ্ধ মানুষ আসতে থাকেন শহীদ মিনারে৷ লাইন দীর্ঘ হয় শাহবাগ থেকে পলাশী৷ দোয়েল চত্বর থেকে হাইকোর্ট মাজার পর্যন্ত৷

ভোরে খালি পায়ে প্রভাত ফেরিতে অংশ নেন সব শ্রেণির মানুষ৷ সব পথ গিয়ে মেলে এক পথে- কেন্দ্রীয় শহীদ মিনারে৷ জাতি শ্রদ্ধা আর ভালবাসায় স্মরণ করছে শহীদদের৷ তরুণদের কন্ঠে গর্বের উচ্চারণ- ভাষার জন্য একমাত্র বাঙালি জাতিই জীবন দিয়েছে৷ তাই এই ভাষার মান রাখতে হবে৷ আর বাংলাভাষাকে বিশ্বসভায় মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে হবে৷

কেন্দ্রীয় শহীদ মিনার ও সংলগ্ন এলাকায় নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা৷ নাশকাতার আশংকায় বসানো হয়ছে ক্লোজ সার্কিট ক্যামেরা৷ ব়্যাবের পরিচালক কমান্ডার সোহায়েল আহমেদ জানান, কারো মধ্যে কোনো অস্বাভাবিক আচরণ দেখা গেলেই তাকে আটক করা হবে৷

সাধারণ মানুষ শহীদ মিনারের সার্বিক ব্যবস্থাপনা এবং নিরাপত্তায় সন্তোষ প্রকাশ করেন৷ ফুলে ফুলে ভরে উঠছে শহীদ মিনার৷ মিনারের বেদীতে শ্রদ্ধায় নত আজ জাতি৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জান্নাতুল ফেরদৌস