1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শেয়ার কেলেঙ্কারির রিপোর্ট প্রকাশ করার জন্য চাপ বাড়ছে

১২ এপ্রিল ২০১১

সাত দিনের মধ্যে শেয়ার কেলেঙ্কারির রিপোর্ট প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সরকারকে লিগ্যাল নোটিশ দিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ৷ অন্যথায় তারা আদালতে মামলা করবেন৷

https://p.dw.com/p/10s91
ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বিক্ষোভ (ফাইল ফটো)ছবি: DW

সংগঠনের প্রধান এ্যাডভোকেট মনজিল মোরশেদ ডয়চে ভেলেকে জানান, অর্থমন্ত্রী ইতিমধ্যেই পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করার কথা বললেও শেষ পর্যন্ত তিনি প্রভাবশালীদের চাপের মুখে পিছু হটতে পারেন৷ আর জড়িতরা অতীতের মত পার পেয়ে যেতে পারে, তাই এ লিগ্যাল নোটিশ৷

এ্যাডভোকেট মনজিল মোরশেদ বলেন '৯৬ সালে শেয়ার কেলেঙ্কারির জন্য যারা দায়ী, তাদের এখনো শাস্তি দেয়া যায়নি৷ আর এবারের তদন্ত রিপোর্ট নিয়ে শুরুতেই চোর-পুলিশ খেলা শুরু হয়েছে৷ অর্থমন্ত্রী জনমতের চাপে শেষ পর্যন্ত তদন্ত রিপোর্ট প্রকাশের কথা বললেও বাস্তবে তা হবে কিনা সংশয় আছে৷ কারণ ইতিমধ্যেই প্রভাবশালীদের হুংকার শুরু হয়ে গেছে৷ তাই ৭ দিনের মধ্যে রিপোর্ট প্রকাশ করতে তারা লিগ্যাল নোটিশ দিয়েছেন৷

তিনি বলেন, শুধু রিপোর্ট প্রকাশ করলেই চলবেনা৷ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে৷ কারণ সরকার রিপোর্ট প্রকাশ করলেও আইনগত ব্যবস্থা নেবে কিনা তা এখনো স্পষ্ট করছেনা৷

মনজিল মোরশেদ জানান, শেয়ার বাজার থেকে এই চক্র বিপুল পরিমাণ অর্থ তুলে নিয়ে দেশের বাইরে পাচার করেছে৷ পথে বসেছে ৩২ লাখ সাধারণ বিনিয়োগকারী৷ তারা কোন ধরনের অনুকম্পা পেতে পারেনা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন