1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শেয়ার কেলেঙ্কারির আনুষ্ঠানিক তদন্ত শুরু

৩০ জানুয়ারি ২০১১

রোববার থেকে শুরু হতে পারে শেয়ার বাজার কেলেঙ্কারির আনুষ্ঠানিক তদন্ত৷ বিশ্লেষকরা বলছেন, শুধু শেয়ার বাজার নয় দেশের পুরো আর্থিক খাতকেই গভীর পর্যবেক্ষণে রাখা উচিত সরকারের৷ কারণ এই খাত ঝুঁকির মধ্যে রয়েছে৷

https://p.dw.com/p/107H2
শেয়ার কেলেঙ্কারিতে উত্তপ্ত রাজপথ (ফাইল ফটো)ছবি: DW

বিশ্লেষকরা মনে করেন, আর্থিক খাতে বিশৃঙ্খলা সৃষ্টি হলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে৷ যা সামাজিক অস্থিরতা ডেকে আনতে পারে৷

তদন্ত কমাটির প্রধান খোন্দকার ইব্রাহীম খালেদ ডয়চে ভেলেকে জানান, তারা দিলকুশার সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন ভবনে তদন্ত কমিটির কাজের জন্য জায়গা চেয়েছেন৷ আজ (রোববার) থেকে সেখানে তদন্ত কমিটি কাজ শুরু করতে পারবে বলে তাকে জানান হয়েছে৷ আর অফিস পুরোপুরি প্রস্তুত না হলেও কমিশন সদস্যদের নিয়ে তিনি শেয়ার কেলেঙ্কারির তদন্ত কাজ শুরু করে দেবেন ৷ আর দেরি করবেন না৷ তাদের নিয়ে রোববারই তাঁর প্রথম বৈঠক করার ইচ্ছা আছে৷ তদন্ত কমিটির অন্য দু'জন সদস্য হলেন, অধ্যাপক ড. তৌফিক আহমেদ চৌধুরী এবং মোহাম্মদ আব্দুল বারি৷

এদিকে বিশ্লেষকরা বলছেন, শুধু শেয়ার বাজার নয় দেশের পুরো অর্থিক খাতই এখন ঝুঁকির মধ্যে রয়েছে৷ শেয়ার বাজার থেকে যেমন একটি গোষ্ঠী সাধারণ মানুষের টাকা হাতিয়ে নিয়েছে৷ তেমনি দেশে নানা ধরনের প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত না হয়েও দ্বিগুণ থেকে তিনগুণ উচ্চ মুনাফার লোভ দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে৷

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ ডয়চে ভেলেকে বলেন, বাংলাদেশ ব্যাংকের সতর্কবাণীই এক্ষেত্র যথেষ্ঠ নয়, প্রয়োজন কার্যকর আইনি ব্যবস্থা৷ তাঁর মতে, এখন শুধু শেয়ার বাজার নিয়েই ব্যস্ত থাকলে চলবে না৷ আর্থিক অন্যান্য খাতের দিকেও নজরদারি বাড়াতে হবে৷ নয়তো অন্যান্য খাতে বিশৃঙ্খলা দেখা দেবে৷

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা অর্থনীতিবিদ ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, যারা শেয়ার বাজার থেকে সাধারণ মানুষের টাকা নিয়ে গেলেন তাদের টাকার হিসেব নিতে হবে৷ তারা টাকা কোথায় রাখলেন দেশে না বিদেশে তা জানতে হবে৷ এগুলো নজরদারির মধ্যে না আনলে সামজিক বিশৃঙ্খলা দেখা দেবে৷

তারা দু'জনই মনে করেন দেশের আর্থিক খাতকে কোন ঝুঁকির মধ্যে রাখা যাবেনা৷ আর্থিক খাতে কোন ঝুঁকি পুরো অর্থনীতির ওপরই নেতিবাচক প্রভাব ফেলে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আরাফাতুল ইসলাম